For Quick Alerts
For Daily Alerts
বৃষ্টির পরেই কি আসছে শীত, জেনে নিন আবহাওয়া দফতরের তথ্য
বুধবারের মতো বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও। শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিকের পথে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া ভাল থাকলে আগামী সপ্তাহে ফের শীতের আমেজ পাওয়া যাবে।

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি বিশাখাপত্তনম থেকে ৩০০ কিমি দূরে অবস্থান করছে। গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, কলকাতা ও দুই মেদিনীপুরের জন্য বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারেও একই রকমের বৃষ্টি চললেও, শুক্রবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। সমুদ্রে প্রবল হাওয়া থাকার একদিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এই নিম্নচাপের জেরে শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে। তবে আবহাওয়া ভাল থাকলে আগামী সপ্তাহে ফের শীতের আমেজ পাওয়া যাবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।