For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর বাকি ৭ দিন, এখনও সক্রিয় মৌসুমী বায়ু, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে মাঝে-মধ্যে বৃষ্টি হচ্ছে। আগামী চব্বিশ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে মাঝে-মধ্যে বৃষ্টি হচ্ছে। আগামী চব্বিশ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের জেরে সোমবার ভোরের দিকে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়।

পুজোর বাকি ৭ দিন, এখনও সক্রিয় মৌসুমী বায়ু, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ছিল না। মাঝে-মধ্যে আকাশে মেঘের দেখা পাওয়া গেলেও বৃষ্টি না হওয়ায় গরমের সঙ্গে বাড়ে অস্বস্তিও।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশার ওপর সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার জেরে গত চব্বিশ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হয়। হিমালয়ের পাদদেশে দার্জিলিং এবং জলপাইগুলি জেলার বেশ কিছু জায়গায়ও ভারী বৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি হয়েছে।

এই মুহূর্তে পূর্বমধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এককিলোমিটার ওপর পর্যন্ত ঘূর্ণাবর্ত রয়েছে।

আগামী চব্বিশ ঘণ্টায় হিমালয়ের পাদদেশে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে পুজোয় বৃষ্টি হবে কিনা, কিংবা কতটা বৃষ্টি হবে, সে বিষয়ে এখনও কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর।

English summary
Rain and thundershower occur due to southwest monsoon active over gangetic West Bengal. Rain or thundershower very likely to occur at most places over Jharkhand,Odisha;  at many places over Darjeeling, Jalpaiguri, Coochbehar,Alipurduar, Kalimpong districts of Sub­Himalayan West Bengal, Sikkim,Andaman & Nicobar islands, Bihar.likely to occur at a few places over restdistricts of  West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X