For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্মীপুজোতেও কি বৃষ্টির আশঙ্কা, যা জানাল হাওয়া অফিস

নতুন জামায়, পুজোর উন্মাদনায় বৃষ্টিমুখর দিনেও নিজেকে আনন্দে ভাসিয়েছেন সকলেই। তবে পুজো কাটলেও বৃষ্টির আশঙ্কা কাটছে না লক্ষ্মী পুজোতেও।

  • |
Google Oneindia Bengali News

পুজোর দিনগুলিতে বর্ষণের ভ্রুকুটি মাথায় নিয়েই প্যান্ডেল হপিং করতে হয়েছে এবঙ্গের মানুষকে। শহর থেকে মফঃস্বল, পুজোর দিনে বৃষ্টিতে ভিজেছে সমস্ত প্যান্ডেলমুখী রাস্তা। তবে তা উপেক্ষা করেই ঠাকুর দেখা থেকে নিজেকে ব্রাত্য রাখেনি বাঙালি। নতুন জামায় , পুজোর উন্মাদনায় বৃষ্টিমুখর দিনেও নিজেকে আনন্দে ভাসিয়েছেন সকলেই। তবে পুজো কাটলেও বৃষ্টির আশঙ্কা কাটছে না লক্ষ্মী পুজোতেও।

লক্ষ্মীপুজোতেও কি বৃষ্টির আশঙ্কা, যা জানাল হাওয়া অফিস

খবর, অষ্টমী থেকে দশমী পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশর মাঝে এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তা আরও শক্তিশালী হতে শুরু করেছে। আর স্থান পরিবর্তন করে তা আপাতত পশ্চিমবঙ্গের আকাশেই অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গ সহ অন্যান্য় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পুজোয় বৃষ্টি হওয়ার পূর্বাভাসেই একটু হলেও ম্লান হয়ে যায় পুজোর আনন্দ। আর তার পর আবার যদি কোজাগোরী লক্ষ্মী পুজোতেও সমানে বৃষ্টিপাত হয় , তাহলে তার থেকে খারাপ কিছু হবে না। হাওয়া অফিস সূত্রের খবর , সেদিন বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে না শহর কলকাতাও। সবমিলিয়ে পুজোর পরেও বর্ষার আশঙ্কা নিয়েই বাঙালি আরাধনা করতে চলেছে ধন সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে।

English summary
Rain may spoil laxmi puja in various parts of west bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X