For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষার ঘাটতি হবে পশ্চিমবঙ্গে, জুন-জুলাইয়ের বৃষ্টি নিয়ে অন্য পূর্বাভাস আইএমডির

বর্ষার ঘাটতি হবে পশ্চিমবঙ্গে, জুন-জুলাইয়ের বৃষ্টি নিয়ে অন্য পূর্বাভাস আইএমডির

Google Oneindia Bengali News

নতুন দশকের শুরু থেকেই সব কেমন যেন ওলট পালট অবস্থা। হিংসা, মহামারী শুরু হয়েছে দেশে। এরই মাঝে বর্ষা নিয়েও উদ্বেগের খবর শোনাল আইএমডি। নির্ধারিত সময়ে বর্ষা ভারতে এলেও জুন-জুলাইয়ের বৃষ্টিতে ব্যাঘাত ঘটতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও সার্বিক ভাবে এই বছরে স্বাভাবিক বর্ষার পূর্বাভাসই দিয়েছে আইএমডি।

স্বাভাবিক বর্ষা

স্বাভাবিক বর্ষা

করোনা আবহের মধ্যেই একটু স্বস্তির খবর শুনিয়েছিল আইএমডি। জুন মােস নির্ধারিত সময়েই বর্ষা ঢুকবে দেশে। সেই সঙ্গে পূর্বাভাস দেওয়া হয় স্বাভাবিক বর্ষাই হবে। যাতে অনেকটাই স্বস্তি পেয়েছেন চাষীরা। কারণ করোনা লকডাউনের কারণে ভাল প্রভাব পড়েছে দেশের কৃষিকাজে। যদিও এখন কৃষিকাজে ছাড় দেওয়া হয়েছে।

বৃষ্টিতে ব্যাঘাত

বৃষ্টিতে ব্যাঘাত

বর্ষা স্বাভাবিক হলেও বৃষ্টি কেমন হবে তা নিয়ে একটু চিন্তাজনক পূর্বাভাস গিয়েছে আবহাওয়া দফতর। জুন মাসে নির্ধারিত সময়ে বর্ষা দেশে ঢুকলেও। তেমন বৃষ্টিপাত হবে না। অর্থাৎ জুন মাসে বর্ষার যে বৃষ্টি হওয়া উচিত ততটা হবে না। জুলাই মাসেও সেই একই অবস্থা হবে। জুলাই মাসের প্রায় শেষের দিকে গিয়ে বৃষ্টি শুরু হবে। অগস্ট সেপ্টেম্বর মাসে বেশি বৃষ্টি হবে। অনেকটা হতবছর যেমন হয়েছিল সেই পথেই চলবে বর্ষার বৃষ্টি।

পশ্চিমবঙ্গ ওড়িশায় বৃষ্টির ঘাটতি

পশ্চিমবঙ্গ ওড়িশায় বৃষ্টির ঘাটতি

গোটা দেশে স্বাভাবিক বর্ষার বৃষ্টি হলেও উপকূলবর্তী রাজ্য ওড়িশা, পশ্চমবঙ্গ এবং মিজোরামে বর্ষার ঘাটতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। অন্যদিকে কেরল, তামিলনাড়ুতে অতিবৃষ্টি হবে। স্বাভাবিক বৃষ্টিপাত হবে গুজরাট, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, রাজস্থানে।

English summary
Rain in June-July may be effected says IMD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X