For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর মুখে দুর্যোগ, ঘরছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা

পুজোর ঠিক মুখে প্রাকৃতিক দুর্যোগ চরম বিপাকে পড়েছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা। টানা কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন নদীর জল বেড়েছে। তার জেরে কোথাও ভেঙে পড়েছে নদীর বাঁধ।

  • |
Google Oneindia Bengali News

পুজোর ঠিক মুখে প্রাকৃতিক দুর্যোগ চরম বিপাকে পড়েছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা। টানা কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন নদীর জল বেড়েছে। তার জেরে কোথাও ভেঙে পড়েছে নদীর বাঁধ। কোথাও আবার নদীর জল ঢুকতে শুরু করেছে। অনেকেই ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

পুজোর মুখে দুর্যোগ, ঘরছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা

ঝাড়খণ্ড অতি বৃষ্টির কারণে জল বেড়েছে দামোদর নদে। ফলে জল ছেড়েছে ডিভিসি। হুগলি জেলার চাপাডাঙা ও পুড়শুরার কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। হাওড়া জেলার উদয়নারাযনপুর ও আমতার কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাঁশের সেতু ভেঙে পড়েছে আমতার ভাতিন্ডায়। বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন যে হোঁদল, কুরচি, হরিহরপাড়া সহ ২৯ টি গ্রামে জল ঢুকতে শুরু করেছে । এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খোলা হয়েছে ১৩টি ত্রাণ শিবির।

বীরভূম জেলার তিলপাড়া থেকেও জল ছাড়া হয়েছে । সদাইপুর এলাকায় কামারডাঙাল সেতুটি এখন জলের তলায়। ফলে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। মহম্মদবাজার এলাকায় দারকা নদীর ওপর সেতুটি ভেঙে পড়েছে।

নদিয়া জেলার শান্তিপুরের বিহারিয়া মঠপাড়া গ্রামে ভাগীরথী নদীতে ভাঙন শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ভাগীরথী নদীর জল বেড়ে নিশ্চিন্দা এলাকায় রাস্তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপাকে সাত আটটি গ্রামের বাসিন্দারা। মালদা জেলাতেও গঙ্গা, ফুলহার সহ বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে পুজো র আগে চরম বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা ।

English summary
Rain disrupted puja celibration in verious district of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X