For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় CAA-এর প্রতিবাদ ঘিরে ১৭ ডিসেম্বর কোন কোন ট্রেন বাতিল! তালিকা একনজরে

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে বন্ধ রয়েছে ইন্টারনেট। নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে গোটা রাজ্যের বিভিন্ন অংশের অশান্তির জেরে এমন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে বন্ধ রয়েছে ইন্টারনেট। নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে গোটা রাজ্যের বিভিন্ন অংশের অশান্তির জেরে এমন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এদিকে, কয়েকদিন আগেই দেখা গিয়েছে মালদা, মুর্শিদাবাদ, ২৪ পরগনা, হাওড়ায় কিভাব রেলের সম্পত্তি ধ্বংস করা হয়েছে। অবরুদ্ধ ছিল একাধিক ট্রেন। একনজরে দেখে নেওয়া যাক, আজ কোন কোন ট্রেন বাতিল রয়েছে রাজ্যে।

কোন কোন এক্সপ্রেস বাতিল?

কোন কোন এক্সপ্রেস বাতিল?

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, ২২৮২৫ শালিমার এমজিঐর চেন্নাই এক্সপ্রেস বাতিল হয়েছে। ১২৮৪১ হাওড়া চেন্নাই করোমণ্ডল এক্সপ্রেসও আজি বাতিল। ১৮০৪৭ হাওড়া ভাস্কো অমরাবতী এক্সপ্রেস আজ বাতিল। ২২৬৪১ শালিমার-তিরুঅনন্তপুরম এক্সপ্রেস আজ বাতিল রয়েছে। বাতিল হয়েছে ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস।

উত্তরবঙ্গের কোন কোন ট্রেন বাতিল?

উত্তরবঙ্গের কোন কোন ট্রেন বাতিল?

কাটিহার রেল ডিভিশনের একাধিক লাইনে নাগরিকত্ব আইন ইস্যুতে প্রতিবাদ ও বিক্ষোভ অবস্থানের জেরে একাধিক উত্তরবঙ্গের ট্রেন আজও বাতিল, বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডাউন নিউজলপাইগুড়ি -হাওড়া শতাব্দী এক্সপ্রেস আজ বাতিল। আপ হাওড়া -নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসও আজ বাতিল রয়েছে।

আর কোন কোন ট্রেনের রুট খর্ব করা হয়েছে আজ ?

আর কোন কোন ট্রেনের রুট খর্ব করা হয়েছে আজ ?

শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আজ রুট ছোট করা হয়েছে। এই ট্রেন আজ কেবল মালদা টাউন পর্যন্তই যাবে। আর ফিরতি ট্রেনটিও মালদা টাউন স্টেশন থেকেই ছাড়বে। এদিকে, ৭৩১৫১ শিয়ালদহ জাঙ্গিপুর রোড ডিএমইউ ট্রেনটি কাটওয়া পর্যন্ত যাবে আজ।

English summary
South Eastern Railways cancelles several trains in West Bengal .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X