For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের আগেই বাংলার রেলের পরিকাঠামোগত উন্নয়নে জোর, একঝাঁক প্রকল্পের উদ্বোধন রেলমন্ত্রীর

নির্বাচনের আগেই বাংলার রেলের পরিকাঠামোগত উন্নয়নে জোর, একঝাঁক প্রকল্পের উদ্বোধন রেলমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

সামনেই বিধানসভা ভোট, মাত্র তিন বছরের মধ্যেই রয়েছে লোকসভা ভোট। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে উন্নয়নের হিড়িক পড়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে, তা নজর এড়ায়নি জনসাধারণের। সম্প্রতি কেন্দ্রের এমনই এক নয়া প্রকল্পের সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের সড়কপথ উন্নয়নে কয়েক হাজার কোটি বরাদ্দের পর এবার বাংলার রেলের দিকে নজর বিজেপি সরকারের! ২০২৩-এর মধ্যেই বাংলার রেলের সার্বিক বিদ্যূতিকরণ সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র, সূত্রের খবর এমনটাই।

বাংলায় একঝাঁক রেল প্রকল্পের উদ্বোধন

বাংলায় একঝাঁক রেল প্রকল্পের উদ্বোধন

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মালদায় নয়া রেলপ্রকল্পের শিল্যান্যাস করলেন কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও কারখানা মন্ত্রী পীযুষ গয়াল। রেলমন্ত্রীর বক্তব্য, "আগামীতে বাংলার রেলব্যবস্থার সম্পূর্ণ বিদ্যূতিকরণ আমাদের প্রধান লক্ষ্য।" এছাড়াও এদিন মণিগ্রাম-নিমতিতা বিভাগের বিদ্যুতিকরণ প্রকল্প, আজিমগঞ্জ-নিউ ফারাক্কা বিভাগ ও ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ বিভাগে ফুটব্রিজ তৈরির মত উল্লেখযোগ্য একঝাঁক প্রকল্পের শিলান্যাস করেন রেলমন্ত্রী।

 গত ছয়বছরে বাংলার রেলে বড়সড় বিনিয়োগ

গত ছয়বছরে বাংলার রেলে বড়সড় বিনিয়োগ

একঝাঁক নতুন প্রকল্পের পাশাপাশি সুজনীপাড়া ও বাসুদেবপুরে দুই নতুন ওভারব্রিজ উদ্বোধন করেন রেলমন্ত্রী। পাশাপাশি বিদ্যূতিকরণ হওয়া মণিগ্রাম-নিমতিতা বিভাগে একটি মালবাহী গাড়িকেও সবুজ পতাকা দেখিয়েও লাইনটি চালু করেন গয়াল। প্রসঙ্গত উল্লেখ্য, গত ছয়বছরে বাংলা রেলের উন্নতিকল্পে বিনিয়োগ হয়েছে ১৯,৮১১ কোটি টাকা! স্বাভাবিকভাবেই নির্বাচনের আগেভাগে বাংলায় বিনিয়োগের ঘনঘটা দেখে অবাক হচ্ছেন সাধারণ মানুষ।

দূষণ রোধে বিনিয়োগ বাংলায়

দূষণ রোধে বিনিয়োগ বাংলায়

মণিগ্রাম-নিমতিতা বিভাগের প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ রেলপথে কার্বন নির্গমন বন্ধ করে দূষণ রোধের উদ্দেশ্যে ৫২.০৫ কোটি টাকা বিনিয়োগে করে এহেন বিদ্যূতিকরণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেলমন্ত্রক। রেলসূত্রের খবর, হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত বিস্তৃত এই 'সাগর পূর্বোদয় সম্পর্ক লাইন' সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, সোনার বাংলা সিমেন্ট কারখানা ও ডিজেল কেন্দ্রের মধ্যে সংযুক্তি ঘটাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। যদিও ইতিপূর্বে বারংবার নানাপ্রকল্পে বাংলাকে ত্যাজ্য করার পরে হঠাৎ করেই এহেন উন্নয়নের কাজে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

 কী বলছে তৃণমূল ?

কী বলছে তৃণমূল ?

ইতিপূর্বে বাংলার রেলের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একাধিকবার আর্জি জানায় বাংলার তৃণমূল সরকার। যদিও সেইসবে খুব একটা লাভ হয়নি বলেই জানাচ্ছেন রাজ্য প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, মণিগ্রামে রেল ও রাস্তার যানজট একইসাথে সামলাতে ২.৬৩কোটি টাকা খরচ করে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা, পাশাপাশি প্রায় ৯.৩১ কোটি টাকা খরচ করে নির্মিত হয়েছে ৫ ফুট উড়ালপুল। এরপরে স্বাভাবিকভাবেই ভোটের ঠিক আগে মোদী সরকারের বাংলা উন্নয়নের প্রকল্পকে ঘিরে উঠছে প্রশ্ন, যা ঘিরে বাংলা রাজ্য-রাজনীতিতে তরজা তুঙ্গে।

 অভিষেককে মারার চেষ্টা হয়েছিল, চোখের মনি উপড়ে এসেছিল, ভাইপোর হয়ে ব্যাট ধরলেন মমতা অভিষেককে মারার চেষ্টা হয়েছিল, চোখের মনি উপড়ে এসেছিল, ভাইপোর হয়ে ব্যাট ধরলেন মমতা

English summary
Aim for complete electrification of Bengal Railways by 2023, all eyes on Centre's new project
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X