For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, রণক্ষেত্র মেচেদায় রেল অবরোধ , আটকে বহু এক্সপ্রেস ট্রেন

দীঘাগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘিরে রণক্ষেত্রের রূপ নিয়েছে পূর্ব মেদিনীপুরের মেচেদা। উত্তেজনা ঘিরে রেল অবরোধ ঘিরে চরম উত্তেজনার চেহারা নিয়েছে এলাকা। রেল অবরোধ ঘিরে নাকাল যাত্রীরা।

Google Oneindia Bengali News

দীঘাগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘিরে রণক্ষেত্রের রূপ নিয়েছে পূর্ব মেদিনীপুরের মেচেদা। উত্তেজনা ঘিরে রেল অবরোধ ঘিরে চরম উত্তেজনার চেহারা নিয়েছে এলাকা। রেল অবরোধ ঘিরে নাকাল যাত্রীরা। যদিও ঘচনার ৪ ঘণ্টা পর রেল অবরোধ উঠে যায়। সেখানে ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি করে উত্তেজিত জনতা, এমনই দাবি করেছে রেল কর্তৃপক্ষ। রেল অবরোধের জেরে, দাঁড়িয়ে যায় স্টিল এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস। আটকে আরণ্যক এক্সপ্রেস, চেন্নাই-সাঁতরাগাছি এক্সপ্রেস। ফলকনুমা ও মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসও আটকে থাকে বিক্ষোভের জেরে।

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, রণক্ষেত্র মেচেদায় রেল অবরোধ

পূর্ব মেদিনীপুরের মেচেদা রেলস্টেশন চত্বরে ট্রেলের ধাক্কায় আহত হন এক ব্যক্তি। আহত আখলাম খান দীর্ঘক্ষণ রেললাইনেই পড়ে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁকে উদ্ধার করতে কেউ আসেননি । বিক্ষোভকারীদের অভিযোগ আহত আখলামের চিকিৎসার ব্যবস্থাটুকুনিও কেউ করেননি। আর তার জেরেই বিক্ষোবে ফুঁসতে থাকে এলাকা। শুর হয় রেল অবরোধ। রেলট্র্যাকেই ফেলে রাখা হয় দেহ।

এদিকে, রেল অবরোধের জেরে নাকাল হন নিত্যযাত্রীরা। উল্লেখ্য, আজ সকাল সোয়া আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে যায়। স্টেশনের অদূরে রেল লাইন। পারাপারের জন্য একটি রাস্তা নিজেরাই করে নিয়েছেন স্থানীয়রা। কোনও লেভেল ক্রসিং নেই সেখানে। এদিকে, আজ সকালে রেললাইন পার হচ্ছিলেন আখলাম। সেই সময় সাঁতরাগাছি দীঘাগামী একটি লোকাল ট্রেন তাঁকে ধাক্কা মেরে চলে যায়। আহক অবস্থায় সেখানেই পড়ে যান আখলাম। খানিক বাদে তাঁর মৃত্যু হয়। আর এই দুর্ঘটনা ঘিরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

English summary
rail stopped for agitation over train accident .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X