খড়্গপুরে রেল কোয়ার্টার থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য এলাকায়
খড়গপুর শহরের রেল কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়েছে এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর মৃতদেহ। সোমবার সকালে জেবি সুব্রহ্মণ্যম নামে বছর ৬৪-র ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায় যে এই ব্যক্তি একাই থাকতেন। তার গলায় ফাঁস লাগানো ছিল। পুলিশের ধারণা যে রবিবার রাতে দুষ্কৃতীরা এসে প্রথমে তাকে শ্বাস রোধ করে খুন করে। তারপর গলায় ফাঁস লাগিয়ে দেয়। কী কারণে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে যে জেবি সুব্রহ্মণ্যম নামের এই ব্যক্তি অনেক রাত পর্যন্ত টিভি দেখতেন। বেশিরভাগ সময় তিনি ঘরের দরজা খুলে রাখতেন। এমনকী দিনের বেলা কোথাও গেলেও দরজায় তালা লাগাতেন না। পুলিশ মনে করছে যে যারা এই ব্যক্তিকে খুন করে তারা দিন কয়েক ধরে বিষয়টি লক্ষ্য করে। তারপর রবিবার রাতে খড়গপুরের পনের নম্বর ওয়ার্ড এলাকায় এই রেল কোয়ার্টারে ঢুকে তাকে খুন করে। কারা কী কারণে এই খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন খড়গপুর টাউন থানার পুলিশ।