For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিগন্যালিংয়ের কাজের জন্য টানা ৮ দিন শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল, পরিষেবায় বিঘ্ন

সিগন্যালিংয়ের কাজের জন্য রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত ৮ দিন শিয়ালদহ শাখার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, ট্রেন চলাচলও নিয়ন্ত্রণে থাকবে বলে রেল দফতর সূত্রের খবর।

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

সিগন্যালিংয়ের কাজের জন্য রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত ৮ দিন শিয়ালদহ শাখার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, ট্রেন চলাচলও নিয়ন্ত্রণে থাকবে বলে রেল দফতর সূত্রের খবর। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ মেন শাখার অটোমেটিক সিগন্যালিং-এর কাজের জন্য পরিষেবা ব্যাহত হবে।

সিগন্যালিংয়ের কাজের জন্য ৮ দিন শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল

৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর থেকে ১৬ তারিখ পর্যন্ত টানা ৮ দিন চলবে এই কাজ। সে কারণেই বাতিল থাকবে শিয়ালদহ মেন শাখার আপে ডাউনের মিলিয়ে প্রায় ৩০০টির মতো ট্রেন। যার মধ্যে ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ১২টা শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল, ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল সহ মেন লাইনের বেশ কিছু ট্রেন।

পাশাপাশি এই রুট দিয়ে যাওয়া দূরপাল্লার ট্রেন গুলোকেও ঘুরিয়ে দেওয়া হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে কলকাতা সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-জসিডি প্যাসেঞ্জারকে দমদম-ডানকুনি সহ একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে।

English summary
Rail decides to cancel trains at Sealdah main for 8 days for signaling work.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X