সোনার বাংলার গ্রামের দেখা মিলবে তুলসীতলার সেবক সঙ্ঘের পুজোয়
সোনার বাংলার সেই চিরন্তর রূপ এখন আর দেখা যায় না। উন্নয়নের জোয়ারে গ্রামাঞ্চলেও লেগেছে শহুরে ছোঁয়া। খড়ের গাদা, ধারেন গোলা, লাঙাল হাতে চাষিদের আনাগোনা এখন আর দেখা যায় না। সেই ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেবে রায়গঞ্জের তুলসীতলার সমাজ সেবক সঙ্ঘের পুজো মণ্ডপ। ছোট্ট একটা গ্রাম যেন উঠে এসেছে এই মণ্ডপে।

সেই গ্রাম মনে করিয়ে দেবে মা-ঠাকুমার গল্পে শোনা সোনার বাংলার গ্রামের কথা। ধানের গোলা, খড়ের গাদা, লাঙল হাতে চাষি, ঢেঁকি, ধান ভাঙার পিড়ি সবই রয়েছে এই মণ্ডপে। হারিয়ে যাওয়া গ্রামবাংলাকেই আবার জাগিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে।
[গ্রামের বাড়ির পুজোয় আসছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়]
দর্শনার্থীরা এখানে এলে নতুন কিছু দেখতে পাবেন এমনই মনে করেছেন উদ্যোক্তারা। মনোরম এই গ্রামীণ পরিবেশ মন টানছে দর্শকদেরও। গত কয়েক বছর ধরেই একাধিক স্বল্প বাজেটের থিম করে নাম করে ফেলে তুলসীতলার সেবক সঙ্ঘের পুজো। এবারও তাই ষষ্ঠীর দিন থেকেই সেখানে ভিড় করতে শুরু করেছেন দর্শকরা।
[চেতলা অগ্রণীর ঠাকুর 'মিস ' করেছেন! কলিকাতার টাইম-জোনের এই ছবিগুলি মিস করবেন না]