For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রায়গঞ্জ হাসপাতাল নিয়ে মুখ্যমন্ত্রীর সফরের পর তৎপর জেলা প্রশাসন

রায়গঞ্জ হাসপাতাল নিয়ে মুখ্যমন্ত্রীর সফরের পর তৎপর জেলা প্রশাসন

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রীর নির্দেশের সাথে সাথেই রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালের খপ্পরে পড়ে রোগীর আত্মীয়রা সমস্যায় না পড়েন সেজন্য তৎপর হল উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন।

রায়গঞ্জ হাসপাতাল নিয়ে মুখ্যমন্ত্রীর সফরের পর তৎপর জেলা প্রশাসন

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ হাসপাতালে পরিদর্শনে যান জেলা শাসক আরবিন্দ কুমার মীনা এবং পুলিশ সুপার সুমিত কুমার।জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা হাসপাতাল পরিদর্শন করেন।সেই হাসপাতালে ভিতরে থাকা পুলিশ ক্যাম্প তুলে দিয়ে আজ সেই ঘরটি পরিস্কার করার কাজ শুরু হয়েছে।

জেলা শাসক অরবিন্দ কুমার জানিয়েছেন,মুখ্যমন্ত্রীর নির্দেশ মত হাসপাতালের কাজ শুরু হয়েছে। আজ পুলিশ সুপারকে নিয়ে তারা হাসপাতাল পরিদর্শন করলেন। মুখ্যমন্ত্রী যে ঘরটি চিহ্নিত করেছিলেন সেই ঘর টি থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে ফেলা হয়েছে।

আগামীকালের মধ্যে যে রোগীদের ঢোকানো সম্ভব হবে। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, হাসপাতালে দলাল চক্র ভাঙতে সিআইডির দল কলকাতা থেকে আসছে। আজকের মধ্যে দলটি রায়গঞ্জে এসে পৌছাবে।

গতকাল কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাসপাতালের জরুরী বিভাগে পাশে পুলিশ ক্যাম্প এবং হাসপাতালে একশ্রেনী দালালদের খপ্পরে পড়ে রোগীর আত্মীয়রা সমস্যায় পড়ছেন। সি আই ডি এবং পুলিশকে দিয়ে সেই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পাবার পরই প্রশাসনের এই তৎপরতা।

English summary
Raiganj administration takes step to vigilance in hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X