For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একবছর পরে রেডরোডে জাতীয় পতাকা তুলবে বিজেপি! ফিরহাদকে পাকিস্তানে পাঠানোর ডাক আত্মবিশ্বাসী রাহুলের

মধ্যে মাত্র কয়েকটা মাস আর স্বাধীনতা দিবসের জন্য আরও একটা বছর। বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার দাবি, আগামী বছরে রেডরোডে জাতীয় পতাকা তুলবে বিজেপি। এইদিন এই কথা বলার সময় তাঁকে যথেষ্টই আত্মবিশ্বাসী

  • |
Google Oneindia Bengali News

মধ্যে মাত্র কয়েকটা মাস আর স্বাধীনতা দিবসের জন্য আরও একটা বছর। বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার দাবি, আগামী বছরে রেডরোডে জাতীয় পতাকা তুলবে বিজেপি। এইদিন এই কথা বলার সময় তাঁকে যথেষ্টই আত্মবিশ্বাসী দেখিয়েছে।

ভাসতে পারে পশ্চিমের কয়েকটি জেলা, জারি কমলা সতর্কবার্তা! উত্তরবঙ্গের জন্য কোন আবহাওয়া, একনজরেভাসতে পারে পশ্চিমের কয়েকটি জেলা, জারি কমলা সতর্কবার্তা! উত্তরবঙ্গের জন্য কোন আবহাওয়া, একনজরে

পরের স্বাধীনতা দিবসে থাকবে না তৃণমূল

পরের স্বাধীনতা দিবসে থাকবে না তৃণমূল

এদিন রাহুল সিনহা বলেন, আগামী বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকবে না তৃণমূল। কটাক্ষ করে তাঁর মন্তব্য আজ যারা নীতি শেখাচ্ছে, তারাই আর পরের স্বাধীনতায় থাকবে না। তাঁর উপদেশ, আগে তারা নিজেদের গদির চিন্তা করুক। পরে নীতি শেখাবে।

বিজেপি চলে ভারতীয় নীতিতে

বিজেপি চলে ভারতীয় নীতিতে

রাহুল সিনহা দাবি করেন, তৃণমূলের কোনও নীতি নেই। কিন্তু বিজেপি চলে ভারতীয় নীতিতে। তারা ভারতের ইতিহাসকে মর্যাদা দেয়।

ফিরহাদ হাকিমকে পাকিস্তানে পাঠানোর নিদান

ফিরহাদ হাকিমকে পাকিস্তানে পাঠানোর নিদান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিন্দুত্বের প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করার উত্তরে রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেছেন। পাশাপাশি ফিরহাদ হাকিমকে পাকিস্তানে পাঠানোর নিদান দিয়েছেন তিনি।

করোনা ভারতে বিড়ালের মতো

করোনা ভারতে বিড়ালের মতো

বিশ্বের সঙ্গে ভারতের করোনা পরিস্থিতির তুলনা করতে গিয়ে ফিরহাদ বলেন, সারা বিশ্বে করোনা বাঘের থাবার মতো, কিন্তু ভারতে তা বিড়ালের থাবার মতো।

English summary
Rahul Sinha says BJP will raise the National Flag in next year's independence day on Red Road
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X