For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয়বার বিদে্শিনী বিয়ে করলেই দেখছি লোকে নোবেল পান, অভিজিৎকে কটাক্ষ রাহুলের

নোবেলজয়ী বঙ্গসন্তান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় কেন্দ্রীয়মন্ত্রী পীযুষ গোয়েলকেও ছাড়িয়ে গেলেন রাহুল সিনহা।

  • |
Google Oneindia Bengali News

নোবেলজয়ী বঙ্গসন্তান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় কেন্দ্রীয়মন্ত্রী পীযুষ গোয়েলকেও ছাড়িয়ে গেলেন রাহুল সিনহা। অভিজিৎকে কটাক্ষ করতে তাঁর ব্যক্তিগত জীবন তলে কুৎসা করতে ছাড়লেন না বঙ্গ বিজেপির এই নেতা। তিনি বলেন, দ্বিতীয়বার বিদে্শিনী বিয়ে করলেই দেখছি লোকে নোবেল পায়। অমর্ত্য সেনের পর ফের অভিজিতের নোবেল সেই বার্তাই দিচ্ছে।

‘দ্বিতীয়বার বিদে্শিনী বিয়ে করলেই দেখছি লোকে নোবেল পান’

এদিন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় রাহুল সিনহা বলেন, ভারতের দারিদ্র দূর করতে কোনও কাজে আসবেন না অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কারণ তাঁর অর্থনীতি বামপন্থী। আর বামপন্থা এ দেশে অচল। মানুষ তা প্রত্যাখ্যান করেছে। বিদেশে কোথাও কোথাও চলতে পারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতি।

‘দ্বিতীয়বার বিদে্শিনী বিয়ে করলেই দেখছি লোকে নোবেল পান’

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে রাহুল সিনহা আবার গান্ধীজির স্মরণও নেন। তিনি বলেন, ভারতে মহাত্মা গান্ধীর নীতিতেই আর্থিক উন্নতি সম্ভব। এরপরই রাহুল বলেন, এখন দেখছি বিদেশিনীকে বিয়ে করলেই তিনি নোবেল পাচ্ছেন। অমর্ত্য সেনের ক্ষেত্রেও তা হয়েছিল, এবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও।

উল্লেখ্, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এস্থার ডাফলোও নোবেল পান। তিনি অভিজিতের ছাত্রী ছিলেন। পরে ফরাসি এই মহিলাকে বিয়ে করেন অভিজিৎ। তাঁর এই বিদেশিনী স্ত্রী তত্ত্বেই নিশানা করেন রাহুল। এর আগে পীযুষ গোয়েলও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। পীযুষ ও রাহুল উভয়েই পাল্য়া সমালোচনার মুখে পড়েন।

English summary
Rahul Sinha criticizes Nobel Laureate Abhijit Banerjee on his second marriage. He says who does second marriage to foreigner he gets Nobel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X