For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মে সুমতি হয়েছে মমতার! হিন্দুত্ব-খোঁচায় বিঁধে মেরুকরণের ভোট-প্রচার বিজেপির

‘হঠাৎ হিজাব ছেড়ে ভুলভাল মন্ত্রোচ্চারণ শুরু করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন হিন্দু হতে চাইছেন। তাঁর ধর্মে সুমতি হয়েছে।’

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রীকে হিন্দুত্বের খোঁচা দিয়েই নির্বাচনী প্রচার জমালেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। তিনি বলেন, 'হঠাৎ হিজাব ছেড়ে ভুলভাল মন্ত্রোচ্চারণ শুরু করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন হিন্দু হতে চাইছেন। তাঁর ধর্মে সুমতি হয়েছে।'

ধর্মে সুমতি হয়েছে মমতার! হিন্দুত্ব-খোঁচায় বিঁধে মেরুকরণের ভোট-প্রচার বিজেপির

[আরও পড়ুন:বঙ্গ-বাণিজ্যে প্রত্যাশার পারদ চড়ছে, সম্মেলনের শুরুর আগেই কারা দিলেন লগ্নির প্রস্তাব ][আরও পড়ুন:বঙ্গ-বাণিজ্যে প্রত্যাশার পারদ চড়ছে, সম্মেলনের শুরুর আগেই কারা দিলেন লগ্নির প্রস্তাব ]

হাওড়ার উলুবেড়িয়া উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় বিঁধলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী এখন হিন্দু হতে ভুল মন্ত্র পাঠ করছেন। মা সরস্বতী থাকবে কেন? মা সরস্বতীও তাই পালিয়ে যাচ্ছেন বাংলা থেকে।'

রাহুলবাবুর কটাক্ষ, 'শুধু মা সরস্বতীই নন, যিনি রাজ্যে আসছেন, তিনিই পালিয়ে যাচ্ছেন। যতদিন রাজ্যে তৃণমূল থাকবে, ততদিন রাজ্যে আসবেন না কেউ। মা সরস্বতী তো আসবেনই না, কোনও শিল্পোদ্যোগীও আসবেন না। তাই এ রাজ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশসানের অবসান ঘটাতে হবে।'

তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী হঠাৎ করে বীরভূমে কঙ্কালীতলায় চলে গেলেন, ব্রাহ্মণ সম্মেলনে সায় দিয়ে দিলেন। তারপর আবার ছুটলেন কপিন মুনির আশ্রমে। এসবের মানে কী? আসলে মুখ্যমন্ত্রীর এখন ধর্মে মতি হয়েছে। যেই দেখেছেন মুসলিম ভোট-ব্যাঙ্কে ফাটল ধরেছে, অমনি মন্দিরে ছুটছেন, আশ্রমে ছুটছেন। কিন্তু ওসব করে আর কোনও ফায়দা হবে না।'

ধর্মে সুমতি হয়েছে মমতার! হিন্দুত্ব-খোঁচায় বিঁধে মেরুকরণের ভোট-প্রচার বিজেপির

[আরও পড়ুন:মমতা-মুকুলদের পিছনে ফেলে নিউজ মেকার ২০১৭ বালুরঘাটের অনুপম, বাকিরা কে কত ভোট পেল ][আরও পড়ুন:মমতা-মুকুলদের পিছনে ফেলে নিউজ মেকার ২০১৭ বালুরঘাটের অনুপম, বাকিরা কে কত ভোট পেল ]

হিন্দু তো আর শখ করে হওয়া যায় না। মুখ্যমন্ত্রী শখ করে হিন্দু সাজছেন। যা করছেন, সবই ভোটের জন্য। এতদিন হিজাব পরে, নমাজ পড়ে মুসলিম ভোট পেয়েছেন। এখন তা করে আর লাভ হবে না দেখে, সভায় সভায় ভুলভাল মন্ত্র পাঠ করে হিন্দু সাজছেন। হঠাৎ ধর্মে মতি হলে কি আর হয়!

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাহুল সিনহা। এদিন তাঁর আগাগোড়া বক্তব্যে ছিল হিন্দুত্বের খোঁচা। মোট কথা রাজ্যের যে কোনও ভোটে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা বিজেপির। সেই পথে হেঁটেই রাহুল সিনহা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

এদিকে, সোমবার উলুবেড়িয়া বিজেপির পদযাত্রাকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠায় মঙ্গলবার দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিনহার সভা সরিয়ে দেওয়া হয়। উলুবেড়িয়া থেকে সরিয়ে বাগনালে সভাস্থল স্থির হয়। সেইসঙ্গে পদযাত্রা হবে আমতায়।

English summary
Rahul Sinha criticizes Mamata Banerjee in religious issue for election campaign,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X