রাহুল সিনহা অবশেষে ফিরলেন ‘পার্টি লাইনে’! অমিত শাহের ডাকে বিদ্রোহ উধাও নিমেষে
বিদ্রোহী রাহুল সিনহা অমিত শাহের সফরে ফের পুরনো পার্টি-লাইনে ফিরলেন। ফের রাহুল সিনহার দেখা মিলল বিজেপির ময়দানে। অমিত শাহকে স্বাগত জানানোর মঞ্চ থেকে শুরু করে মতুয়া বাড়িতে মধাহ্নভোজ- রাহুল সিনহাকে দেখা গেল প্রতিটি ক্ষেত্রে। কেন্দ্রীয় সম্পাদক পদ হারানোর পর বিদ্রোহ শিকেয় তুলে ফের বিজেপিতে সক্রিয় হওয়ার আভাস দিলেন রাহুল সিনহা।

বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রাহুল
মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরার কাছে পদ খুইয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রাহুল সিনহা। এমনকী তিনি তৃণমূলে যোগ দিতে পারেন, এমন আভাসও দিয়েছিলেন। নিজেই জানিয়েছিলেন, তৃণমূলের দুই নেতা পৃথকভাবে তাঁকে ফোন করেছিলেন। এবং তাঁরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন তিনি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন।

নবান্ন অভিযানে পথে নামতে দেখা যায়নি রাহুলকে
তারপর বিজেপির নবান্ন অভিযানে পথে নামতে দেখা যায়নি রাহুল সিনহাকে। তিনি ওইদিন বাড়িতেই ছিলেন। কিন্তু বিজেপির সমস্ত নেতৃবর্গ যখন রাজ্যের সচিবালয় নবান্ন ঘেরাও অভিযানে সামিল তখন রাহুল সিনহা ধুটো টুইট করে দায় সেরেছিলেন। অমিত বাংলা সফরে অবশ্য দেখা দেল একেবারে ভিন্ন ছবি।

মুকুল-ঘনিষ্ঠের কাছে পদ হারিয়ে বিমুখ ছিলেন রাহুল
বাংলার বুকে বিজেপি সম্প্রতি গোষ্ঠীকোন্দলে জর্জরিত ছিল। মুকুল-দিলীপ দ্বন্দ্ব তো আছেই, তারপর মুকুল-ঘনিষ্ঠের কাছে পদ হারিয়ে রাহুল বিমুখ হয়েছিলেন বিজেপি থেকে। শোভন চট্টোপাধ্যায় তো দীর্ঘ ১৫ মাস বিজেপিতে থেকেও নিষ্ক্রিয় ছিলেন। আর এক মুকুল ঘনিষ্ঠ সৌমিত্র খানের সঙ্গে তো সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ।

অমিত শাহের সফর বিজেপিকে অনেকটা স্বস্তি দিল
এই অবস্থায় অমিত শাহের সফর বিজেপিকে অনেকটা স্বস্তি দিয়ে গেল। রাহুল সিনহার মতো প্রবীণ নেতাকে ফের টেনে আনল ময়দানে। তাঁকে অমিত শাহের সঙ্গে দেখা গেল প্রথম দিন থেকে। এমনকী একই সঙ্গে বসে পাত পেড়ে থেলেন সবাই। মতুয়া বাড়িতে অমিত শাহ, কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের সঙ্গে একই পংক্তিতে বসতে দেখা যায় রাহুল সিনহাকেও।

রাহুলের নিষ্ক্রিয়তা কাটিয়ে দিলেন অমিত শাহ
বিজেপিতে অপমানিত হয়ে রাহুল সিনহা এতদিন মুখভার করে ছিলেন। তাঁর সেই নিষ্ক্রিয়তা কাটিয়ে দিলেন অমিত শাহ স্বয়ং। অমিত শাহের আসার খবরে তিনি আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি। ফের মিলে গেলেন তাঁর সতীর্থদের সঙ্গে। বিরুপতা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়লেন ময়দানে। অমিত সৌজন্যে পুরনো ঐক্য ফিরল বঙ্গ বিজেপিতে।

অমিত শাহ বঙ্গসফরে কেন বেছে নিলেন বাঁকুড়াকেই! কোন কোন ফ্যাক্টর তাৎপর্য রাখছে