For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃতদেহ পাওয়ার পরেই রিপোর্ট জানিয়েছে পুলিশ! সিবিআই তদন্ত না হলে কোন উপায়,মুখ্যমন্ত্রীকে বললেন রাহুল

মৃতদেহ পাওয়ার পরেই রিপোর্ট জানিয়েছে পুলিশ! সিবিআই তদন্ত না হলে কোন উপায়,মুখ্যমন্ত্রীকে বললেন রাহুল

  • |
Google Oneindia Bengali News

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পোস্ট মর্টেম রিপোর্টে যেটা আশা করা হয়েছিল, হত্যা নয়, আত্মহত্যা বলা হবে, তাই দেওয়া হয়েছে। মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার। তাঁর প্রশ্ন পোস্ট মর্টেম রিপোর্টের দরকারটা কী আছে, মৃতদেহ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ রিপোর্টটাও জানিয়ে দিয়েছে।

বিধায়কের পোস্ট মর্টেমের প্রাথমিক রিপোর্ট

বিধায়কের পোস্ট মর্টেমের প্রাথমিক রিপোর্ট

ইতিমধ্যেই বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, গলায় শুধুই দড়ির দাগ রয়েছে। শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন। ফলে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন বিজেপি বিধায়ক।

মৃতদেহ পাওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট জানিয়েছে পুলিশ

মৃতদেহ পাওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট জানিয়েছে পুলিশ

রাহুল সিনহা পুলিশের কাজের সমালোচনা করে বলেছেন, মৃতদেহ পাওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট জানিয়েছে পুলিশ। তাঁর দাবি খুন করে সেখানে দেহ ঝোলানো হয়েছে। যদি উনি, আত্মহত্যা করতেন, তাহলে, যে কোনও আত্মহত্যা করা লোক, পাশের খুঁটি ধরে বাঁচবার চেষ্টা করতেন। তিনি বলেন, মুখের কোনও বিকৃতি হয়নি। কী করে এটা আত্মহত্যা হল, প্রশ্ন তুলেছেন তিনি।

পা সোজা থাকা নিয়ে প্রশ্ন

পা সোজা থাকা নিয়ে প্রশ্ন

রাহুল সিনহা বলেন, যদি আত্মহত্যা করা হবে, তাহলে পা কখনও সোজা থাকে না। পা মাটি ধরতে চায়। কিন্তু কোনরকম তার লক্ষণ নেই। তিনি উল্লেখ করে বলেন, একটা হাত বাধা, আর আরেকটা হাত দিয়ে উনি চাইলেই ওপরের খুটি ধরতে পারতেন বলে মন্তব্য করেছেন রাহুল সিনহা।

পরিকল্পিতভাবে হত্যার ছক করা হয়েছে

পরিকল্পিতভাবে হত্যার ছক করা হয়েছে

রাহুল সিনহার অভিযোগ পরিকল্পিতভাবে হত্যার ছক করা হয়েছে এই ঘটনায়। পাশাপাশি হত্যাকে আত্মহত্যা বলে চালানোর ছকও তৈরি করা হয়েছে। তাঁর মতে আগের মতোই পরিকল্পিত হত্যাকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সিবিআই তদন্ত না হলে হোক বিচার বিভাগীয় তদন্ত

সিবিআই তদন্ত না হলে হোক বিচার বিভাগীয় তদন্ত

রাহুল সিনহা বলেন, মুখ্যমন্ত্রী যদি সিবিআই তদন্তে লজ্জা পান, তাহলে হাইকোর্টের কোনও কর্মরত বিচারপতিকে দিয়ে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করানো হোক। সিআইডির তদন্তে তাদের আস্থা নেই বলে জানিয়েছেন রাহুল।

রাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতির কাছে বিজেপি! বিধানসভা ভেঙে দেওয়ার দাবি কৈলাসেররাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতির কাছে বিজেপি! বিধানসভা ভেঙে দেওয়ার দাবি কৈলাসের

English summary
Rahul Sinha claims judicial enquiry if CM not wants CBI in BJP MLA's unnatural death case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X