For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ‘সেনাপতি’ এবার যোগ দেবেন বিজেপিতে! মোদী-রাজ্যে বড় ধাক্কা কংগ্রেসে

লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর অভূতপূর্ব সাফল্যের পর সেই অল্পেশ এবার বিজেপির দিকে পা বাড়িয়ে রাখলেন। সূত্রের খবর তিনি এবার বিজেপিতে যোগ দিতে পারেন।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন শুরুর একদিন আগেই কংগ্রেস মোক্ষম ধাক্কা খেয়েছিল মোদী-রাজ্যে। রাহুলের তিন সেনাপতির এক সেনাপতি অল্পেশ ঠাকুরের নেতৃত্বে কংগ্রেস ছাড়েন তিন বিধায়ক। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর অভূতপূর্ব সাফল্যের পর সেই অল্পেশ এবার বিজেপির দিকে পা বাড়িয়ে রাখলেন। সূত্রের খবর তিনি এবার বিজেপিতে যোগ দিতে পারেন।

কংগ্রেস ছেড়েছিলেন আগেই

কংগ্রেস ছেড়েছিলেন আগেই

তাঁর দল গুজরাটের ক্ষত্রিয় ঠাকুর সেনার ২৪ ঘণ্টার আল্টিমেটামে কংগ্রেস বিধায়কের পদ ছেড়েছিলেন অল্পেশ। পাটন থেকে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিল ঠাকুর সেনা। কিন্তু কংগ্রেস ঠাকুর সেনা দাবি উপেক্ষা করে প্রাক্তন সাংসদ জগদীশ ঠাকুর প্রার্থী করেছিল। তারপরই সম্পর্কের অবনতি হয়। এবং অল্পেশকে কংগ্রেস থেকে পদত্যাগ করতে নির্দেশ জারি করা হয়।

অল্পেশের পদত্যাগে প্রশ্নে কংগ্রেস

অল্পেশের পদত্যাগে প্রশ্নে কংগ্রেস

অল্পেশ গুজরাটে ওবিসি নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ২০১৭ সালে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। পাটনের রাধানপুর আসন থেকে জিতেছিলেন। এরপর তিনি দলের প্রদেশ নেতাদের কাজকর্ম নিয়ে সরব হয়েছিলেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখাও করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি উপেক্ষিত থাকেন।

ভোটের আগে ভাঙন

ভোটের আগে ভাঙন

এরপরই অল্পেশ-সহ তিন বিধায়ক দলত্যাগ করেন। সাত দফায় লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের আগে দল ছাড়েন অল্পেশ-সহ তিন বিধায়ক। তাঁর অনুগামী দুই বিধায়ক ধাবালসিন ঠাকুর ও ভরতজি ঠাকুরকে নিয়ে কংগ্রেস ছেড়ে তিনি জানান বিজেপিতে যোগ দেবেন না। কিন্কু ভোট মিটতেই সেই সম্ভাবনা প্রবল হয়ে উঠল।

মোক্ষম ধাক্কা রাহুলের

মোক্ষম ধাক্কা রাহুলের

লোকসভা ভোটে তো গোহারা হয়েছেনই, মোদী রাজ্যে ফের মোক্ষম ধাক্কা খেতে চলেছেন রাহুল। অল্পেশ, জিগনেশ ও হার্দিক ত্রিমূর্তি গুজরাট ভোটের আগে রাহুলের তিন সেনাপতি হয়ে উঠেছিলেন। তাঁদের দিয়েই রাহুল প্রায় মোক্ষম ধাক্কা দিয়ে দিয়েছিলেন রাহুল। কিন্তু সেই জোশ ধরে রাখতে পারলেন কই রাহুল।

English summary
Rahul’s brigadier Alpesh Thakore likes to join in BJP after Modi’s winning. Rahul Gandhi’s congress is broken in Gujarat again,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X