For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবর্তনেও জাগছে না কংগ্রেস, নির্বাচনের লক্ষ্যে রাহুলের আগমন ঘটছে না পুজোর বাংলায়

প্রদেশ কংগ্রেসে পরিবর্তন আসার পর নয়া কমিটির আর্জি মেনে বাংলার পুজোয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কলকাতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছিল এবার।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

প্রদেশ কংগ্রেসে পরিবর্তন আসার পর নয়া কমিটির আর্জি মেনে বাংলার পুজোয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কলকাতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছিল এবার। কিন্তু শেষপর্যন্ত রাহুল গান্ধীকে পাচ্ছে না বাংলার কংগ্রেস। অষ্টমীতে তিনি আসছেন না কলকাতার দুর্গাপুজোয় অংশ নিতে। একমাস আগে কর্মসূচি তৈরি হলেও শেষপর্যন্ত তা বানচাল হয়ে গেল।

পরিবর্তনেও জাগছে না কংগ্রেস, নির্বাচনের লক্ষ্যে রাহুলের আগমন ঘটছে না পুজোর বাংলায়

এবার দুর্গাপুজোর মহাষ্টমীতে তিলোত্তমা কলকাতায় অঞ্জলি দেওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। প্রদেশ কংগ্রেসও উৎসাহিত ছিল রাহুলকে পাওয়ার আশায়। জানা গিয়েছিল, এবার পুজোয় অষ্টমীর দিন কলকাতায় এসে কলেজ স্কোয়ারের পুজোমণ্ডপে অঞ্জলি দেবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। কিন্তু সূত্রের খবর, তিনি আসতে পারছেন না কলকাতা সফরে।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তাই প্রচারের জন্য কংগ্রেস সভাপতিকে মহাব্যস্ত থাকতে হচ্ছে। বিভিন্ন রাজ্যে তাঁকে প্রচার করতে যেতে হচ্ছে। তাই তাঁর পক্ষে কলকাতায় আসা সম্ভব হচ্ছে না।

তবে এবিষয়ে কলেজ স্কোয়ারের পুজো কমিটির সম্পাদক ভ্রমরবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এনিয়ে কথা বলতে চাননি। ক্লাব সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রও এ ব্যাপারে কিছু জানাননি। উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আমন্ত্রণে সাড়া দিয়ে দুর্গাপুজোর সময় কলকাতায় এসে নিজেই অষ্টমীতে অঞ্জলি দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জনসংযোগের ব্যবস্থা রাখার আর্জিও জানিয়েছিলেন প্রদেশের কাছে।

English summary
Congress President Rahul Gandhi will not come in Kolkata in Bengal’s Durga Festival. He is now very busy for election campaign,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X