For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল আসছেন বিশ্বাসঘাতকদের জবাব দিতে! গনি-গড়ে হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারই লক্ষ্য

মালদহ থেকে বাংলায় লোকসভার প্রচার শুরু করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে ১৫ মার্চ মালদহে রাহুল গান্ধী সভা করবেন।

Google Oneindia Bengali News

মালদহ থেকে বাংলায় লোকসভার প্রচার শুরু করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে ১৫ মার্চ মালদহে রাহুল গান্ধী সভা করবেন। রাহুল গান্ধী যে উত্তরবঙ্গে দলের ভোটব্যাঙ্ক মজবুত করতেই বেশি জোর দিচ্ছেন, তা স্পষ্ট। দক্ষিণবঙ্গে তিনি কবে সভা করবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি।

বিশ্বাসঘাতকদের জবাব দিতে গনি-গড়ে আসছেন রাহুল

তারপর মালদহ দক্ষিণের সাংসদ মৌসম বেনজির নুর সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এই কেন্দ্রটি ধরে রাখা কংগ্রেসের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। এমনিতেই মালদহ কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখনও গনি-মিথ বজায় রয়েছে জেলায়। গনি আবেগে ভর করে যে কংগ্রেস এখানে এখনও বড় শক্তি, তা বোঝাতেই মালদহে আসছেন রাহুল।

মালদহে সম্প্রতি তৃণমূলের পাশাপাশি বিজেপির উত্থান হয়েছে। যেখানে তৃণমূলের রাজত্বেও কংগ্রেস ও সিপিএমের লড়াই ছিল, সেখানে এখন মূল দুই শক্তি হয়ে উঠেছে তৃণমূল ও বিজেপি। এই অবস্থায় লোকসভা আসনটি ধরে রাখা কংগ্রেসের কাছে পরীক্ষা। রাহুল তাই প্রথম সভাস্থল হিসেবে বেছে নিয়েছেন মালদহকেই।

কংগ্রেসের গড়ে গত পঞ্চায়েত নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে। ২০১১-য় মমতার উত্থান ও ২০১৪-য় প্রবল মোদী ঝড়েও মালদহে কংগ্রেসের দুর্গ অটুট ছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। সেই ভিত আবার গড়ে তুলে কংগ্রেসের কামব্যাক করা বড়ই শক্ত। মৌসম কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারপর কী করে হবে কামব্যাক, তার পথ খুঁজতেই আসছেন রাহুল।

কংগ্রেস রাজ্যে তৃণমূলের হাত ধরতে চায় না। তারপর বামেদের সঙ্গে জোটও ভেস্তে আছে। এই অবস্থায় তৃণমূল ও বিজেপির মতো শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়া মুখের কথা নয়। রাহুল সেই কারণেই আগেভাগে গনি-গড়ে পা রাথতে চলেছেন হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারের আশায়।

English summary
Rahul Gandhi starts campaigning for Lok Sabha in West Bengal from Malda. He wants to comeback in here after Mousam Benjir Noor’s leaving Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X