For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী-শাহের পর রাহুলকেও ‘ব্লক’ করলেন মমতা! এবার কংগ্রেস পড়ল বিপাকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিজেপি সভাপতি অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি বাংলায়। এবার রাহুল গান্ধীর হেলিকপ্টার নামারও অনুমতি পেল না।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিজেপি সভাপতি অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি বাংলায়। এবার রাজ্য প্রশাসন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হেলিকপ্টার নামারও অনুমতি দিল না। ফলে শিলিগুড়িতে রাহুল গান্ধীর নির্বাচনী জনসভা বাতিল হয়ে যেতে বসেছে। এখন বিকল্প জমির সন্ধান করছে কংগ্রেস।

যোগী-শাহের পর রাহুলকেও ‘ব্লক’ করলেন মমতা! বানচাল হওয়ার পথে কংগ্রেসের সভা

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ১৪ এপ্রিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জনসভার অনুমতি দিল না। কংগ্রেসের অভিযোগ, এটা পরিকল্পিত চক্রান্ত। চক্রান্ত করে কংগ্রেস সভাপতির প্রচারে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের এভাবেই আটকানোর চেষ্টা করছেন বলেই অভিযোগ। রাহুল গান্ধীর হেলিকপ্টার এবার নামার অনুমতি পেল না।

[আরও পড়ুন: হিমাচলে জয়রামের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন অনিল][আরও পড়ুন: হিমাচলে জয়রামের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন অনিল]

গত ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি পায়নি পুরুলিয়ায়। এরপর বালুরঘাটেও হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি। এ রাজ্যে অমিত শাহকে তার মালদহের সমাবেশে যোগ দেওয়ার জন্য হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তরফে।

[আরও পড়ুন:২০১৯-এ নেশন ফার্স্ট বনাম ফ্যামিলি ফার্স্ট! '২0 শতাংশ কমিশনের সরকার' খোঁচা মোদীর][আরও পড়ুন:২০১৯-এ নেশন ফার্স্ট বনাম ফ্যামিলি ফার্স্ট! '২0 শতাংশ কমিশনের সরকার' খোঁচা মোদীর]

এবার কংগ্রেস সভাপতিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের রোষানলে পড়়লেন। উল্লেখ্য, প্রথম দফাতর ভোটের আগে রায়গঞ্জ প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন। তারপর শিলিগুড়িতে কংগ্রেস সভাপতির হেলিকপ্টার নামার অনুমতি না পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন:২০১৯-এ সিঁদুরে মেঘ বিজেপির আকাশে! আরএসএসের 'গোপন রিপোর্টে' কে কত][আরও পড়ুন:২০১৯-এ সিঁদুরে মেঘ বিজেপির আকাশে! আরএসএসের 'গোপন রিপোর্টে' কে কত]

English summary
Congress President Rahul Gandhi’s helicopter can’t get permission to land in Siliguri. Mamata Banerjee’s administration is alleged not to give permission Rahul after Amit Shah and Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X