For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে নিয়ে হঠাৎ চুপ রাহুল, চোখা চোখা ডায়লগে মোদীর বিরুদ্ধে হানলেন বাক্যবাণ

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নেমে মমতার বিরুদ্ধে সুর নরম করলেন রাহুল গান্ধী। ভোট প্রায় শেষ হয়ে এসেছে, তাই মমতার বিরুদ্ধে নমনীয় মনোভাব দেখিয়ে তিনি সুর চড়ালেন শুধু মোদীকে লক্ষ্য করে।

Google Oneindia Bengali News

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নেমে মমতার বিরুদ্ধে সুর নরম করলেন রাহুল গান্ধী। ভোট প্রায় শেষ হয়ে এসেছে, তাই মমতার বিরুদ্ধে নমনীয় মনোভাব দেখিয়ে তিনি সুর চড়ালেন শুধু মোদীকে লক্ষ্য করে। পুরুলিয়ার জনসভা থেকে একে একে তিনি মোদীর ব্যর্থতা তুলে ধরলেন। জানালেন দিল্লির বুকে মোদী শাসনের অবসান স্রেফ সময়ের অপেক্ষা।

মমতায় নমনীয়, মোদীকে নিশানা

মমতায় নমনীয়, মোদীকে নিশানা

রাহুল গান্ধী এর আগে দুবার উত্তরবঙ্গে এসেছেন। মালদহ ও রায়গঞ্জের সভা থেকে তিনি মমতার বিরুদ্ধে সমান আগ্রাসী ছিলেন। এবার কিন্তু মমতাক বিরুদ্ধে সে অর্থে মুখ খুললেন না। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী শুধু বললেন, মোদীজির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষকদের উপযুক্ত মূল্য দিতে পারেননি। মোদীজির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ও বেকারদের রোজগার দিতে পারেননি।

গুনে গুনে শব্দ খরচ

গুনে গুনে শব্দ খরচ

এর বেশি একটা শব্দও তিনি খরচ করেনি মমতাকে নিশানায়। এদিন মোদিকে নিশানা করা ছাড়া রাহুলর সংক্ষিপ্ত বক্তব্যের পুরোটাই ছিল কংগ্রেসের প্রতিশ্রুতিকেন্দ্রিক। ন্যায় প্রকল্প থেকে শুরু করে কৃষকদের জন্য আলাদা বাজেট, ২২ লক্ষ সরকারি চাকরি প্রতিশ্রুতি, সবই ছিল রাহুলের বক্তব্যে। মোদী সরকারকে সরিয়ে কংগ্রেস ক্ষমতায় এলে কী করবেন, তা জানিয়ে দিয়ে গেলেন রাহুল।

মোদীকে রাফাল-খোঁচা

মোদীকে রাফাল-খোঁচা

এদিন রাহুলের বক্তব্যে ছিল যথারীতি রাফালে দুর্নীতি। তিনি বলেন, "নরেন্দ্র মোদীকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছিল কৃষক, গরিব, বেকারদের চৌকিদারি করতে। কিন্তু তিনি শুধু অনিল আম্বানির চৌকিদারি করছেন। নরেন্দ্র মোদী আম জনতার ৩০ হাজার কোটি টাকা নিয়ে আম্বানির পকেট ভর্তি করেছেন বলে অভিযোগ রাহুলের।

৫৬ ইঞ্চির ছাতির টেলিপ্রম্পটার ভরসা

৫৬ ইঞ্চির ছাতির টেলিপ্রম্পটার ভরসা

রাহুল বলেন, কোনও শক্তিই মোদীকে আর প্রধানমন্ত্রীর আসনে বসাতে পারবে না। দেশের মানুষই মোদিকে কড়া জবাব দেবে। মোদীজি, আপনি চুরি আর করতে পারবেন না। তাঁর কটাক্ষ, আগে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতেন ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে। এখন টেলিপ্রম্পটার লাগাতে হয় তাঁকে। যাতে মোদীজি ভুল করেও বেকারত্ব নিয়ে কিছু না বলে ফেলেন।

English summary
Rahul Gandhi is silent to Mamata but attacks only Narendra Modi. He says No Narendra Modi again,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X