For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় জোট সম্ভাবনায় ইতি! নয়া রণনীতি স্থির করে রাহুল দিলেন বিশেষ বার্তা

রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট হচ্ছে না। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট হচ্ছে না। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, আমরা প্রদেশ নেতারা সবাই জানিয়েছি, তৃণমূলের সঙ্গে কেউ জোট চাই না। কারণ তৃণমূলের সঙ্গে জোট হলে কোনও সম্মাব থাকবে না তাঁদের। কর্মীরা চান না তৃণমূলের সঙ্গে জোটে যেতে।

সম্মানজনক শর্ত, নতুবা...

সম্মানজনক শর্ত, নতুবা...

সোমেন মিত্রের কথায়, রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছেন, যদি সম্মানজনক শর্তে জোট হয়, তবে ঠিক আছে, নতুবা কোনও জোট নয়। তেমনই সিপিএমের সঙ্গে জোট হওয়ার ব্যাপারেও কংগ্রেস দরজা খুলে রেখে দিয়েছে, কিন্তু এই জোটের জন্য সিপিএমকেই এগিয়ে আসতে হবে। এখনও সিপিএম এ ব্যাপারে কোনও আগ্রহ দেখায়নি।

বার্তা সিপিএমকেও

ক'দিন আগেই দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতরাম ইয়েচুরির সঙ্গে বৈঠকে হয়েছিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। তারপরই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আবদুল মান্নান-সহ প্রায় গোটা নেতৃত্বকে তলব করায়, জল্পনা তৈরি হয় বাম-কংগ্রেস জোট নিয়ে।

কোন পথে চলবে প্রদেশ কংগ্রেস

কোন পথে চলবে প্রদেশ কংগ্রেস

এদিন দিল্লিতে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী নির্দেশ দেন, আসন্ন লোকসভা নির্বাচনে কোন পথে চলবে প্রদেশ। বুথ ম্যানেজমেন্ট, প্রচার পদ্ধতি, প্রার্থী নিয়ে আলোচনা হয়। আক্রমণাত্মক প্রচারের বার্তা দেন রাহুল। মোট কথা লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে রাহুলজি বৈঠক করেন।

বৈঠকে রাহুলের বার্তা

বৈঠকে রাহুলের বার্তা

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় হাইকম্যান্ডের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বে বৈঠক। এই বৈঠকে রণনীতি নিয়ে আলোচনা হয়। এবং এই বৈঠক থেকে একইসঙ্গে তৃণমূল ও সিপিএমকে বার্তা দেন রাহুল গান্ধী। একইসঙ্গে জোটের উপর চাপ সৃষ্টি করে এক মাসের মধ্যে প্রার্থী স্থির করে ফেলতেও নির্দেশ দেন।

মহাজোটে ইতি?

মহাজোটে ইতি?

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের মহাজোট গড়ে তুলতে রাহুল গান্ধী সদর্থক ভূমিকা নিয়ে এসেছেন বরাবর। ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে মল্লিকার্জুন খাড়গে ও অভিষেক মনু সিংভিকে পাঠিয়ে তিনি একতার বার্তা দিয়েছিলেন। যদিও প্রদেশ যে প্রাক নির্বাচনী জোটে যেতে রাজি নয় তৃণমূলের সঙ্গে, তা বুঝিয়ে দিয়েছিল। এদিনের বৈঠকে সেই বিশ্বাসেই মান্যতা পড়ল।

English summary
Congress President Rahul Gandhi clears the Lok Sabha Election 2019 strategy for Bengal. He gives message to Somen Mitra that no alliance with TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X