For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখিয়ে গেলেন রাহুল, আশ্বাস দিয়ে গেলেন ‘ন্যায়’-দানের

লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে ভারত ঐক্যের বাণী দিয়ে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, আমি জনতার পক্ষে, মানুষের পক্ষে, ছোট শিল্পের পক্ষে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে ভারত ঐক্যের বাণী দিয়ে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, আমি জনতার পক্ষে, মানুষের পক্ষে, ছোট শিল্পের পক্ষে। আমি একটা হিন্দুস্তানের পক্ষে। দুটো হিন্দুস্তান বানাতে চাই না। সেইসঙ্গে তাঁর সাফ কথা, অন্য কেউ নয়, দেশকে-দেশবাসীকে 'ন্যায়' দিতে পারে একমাত্র কংগ্রেস।

ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখিয়ে গেলেন রাহুল, আশ্বাস দিয়ে গেলেন ‘ন্যায়’-দানের

রাহুলের কথায়, নরেন্দ্র মোদী অনিল আম্বানিদের জন্য একটা হিন্দুস্তান, আর অন্য একটা হিন্দুস্তান মা-বোনেদের জন্য বানাতে চান। আমি চাই ঐক্যের ভারত গড়তে, যে হিন্দুস্থানে কৃষক-মজুর, ধনী-গরিব, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সবাই থাকবে। সবাই ন্যায় পাবে। কারও সঙ্গে অন্যায় হবে না।

এদিন মমতার বাংলায় এসে চিরাচরিত ঢঙে নরেন্দ্র মোদীকে চৌকিদার চোর হ্যায় বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। সেইসঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় কংগ্রেস সভাপতি বলে দেন, কংগ্রেস ক্ষমতায় এলে রাফালে নিয়ে তদন্ত হবে, সাজা হবে সমস্ত দোষীদের। তাঁর কড়া টক্কর, মোদীকে সিংহাসনচ্যুত করবই।

[আরও পড়ুন: 'চৌকিদারে'র চেহারা বদলে দিয়েছে কংগ্রেস, মোদীকে রাফালে মামলায় তোপ রাহুলের][আরও পড়ুন: 'চৌকিদারে'র চেহারা বদলে দিয়েছে কংগ্রেস, মোদীকে রাফালে মামলায় তোপ রাহুলের]

তিনি বলেন, কংগ্রেসই 'চৌকিদারে'র চেহারা বদলে দিয়েছে। এখন চৌকিদার মুখ চুপসে গিয়েছে। ঠিকঠাক ভাষণ পর্যন্ত দিতে পারছেন না। এক রাফালে মামলায় মোদীকে নাকাল করে ছেড়েছে কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে মোদীকে হারিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা হবে।

রাহুল বলেন, কংগ্রেসই পারে দেশকে ন্যায় দিতে। মানুষ বুঝতে পেরেছে মোদী সরকার এসে কী ক্ষতি করেছে দেশের। মোদী দেশের গরিবদের কথা ভাবেননি। ক্ষেত-মজুরের কথা ভাবেননি।

[আরও পড়ুন: মমতা বলেছিলেন কংগ্রেস-আরএসএস জোট, তার পরিপ্রেক্ষিতে কী জবাব দিলেন রাহুল][আরও পড়ুন: মমতা বলেছিলেন কংগ্রেস-আরএসএস জোট, তার পরিপ্রেক্ষিতে কী জবাব দিলেন রাহুল]

কিন্তু কংগ্রেস বারবার গরিব মানুষের পক্ষে। কংগ্রেস একদিকে ন্যায় যোজনার পরিষেবা দেবে, অন্যদিকে রাফালে-সহ সমস্ত মামলায় দেশকে ন্যায় দেবে কংগ্রেস।

[আরও পড়ুন: লোকসভা ভোটের মুখে অস্বস্তি তৃণমূলের, বেতন-ডিও বৃদ্ধির দাবিতে অবস্থানে শিক্ষক-শিক্ষাকর্মীরা][আরও পড়ুন: লোকসভা ভোটের মুখে অস্বস্তি তৃণমূলের, বেতন-ডিও বৃদ্ধির দাবিতে অবস্থানে শিক্ষক-শিক্ষাকর্মীরা]

English summary
Congress President Rahul Gandhi calls for united India and says only Congress can to give NYAY. He criticizes Narendra Modi and Mamata Banerjee also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X