For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার রাজ্যে এসডিও যখন ডাক্তার! খুশি গ্রামবাসীরা

সরকারি ছুটির দিনে খোলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রোগী দেখছেন চিকিৎসক। এমনই ঘটনা রাজ্যের লালমাটির প্রত্যন্ত এলাকা পুরুলিয়ায় রঘুনাথপুরে। আর নতুন চিকিৎসককে পেয়ে খুশি গ্রামবাসীরাও।

Google Oneindia Bengali News

সরকারি ছুটির দিনে খোলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রোগী দেখছেন চিকিৎসক। এমনই ঘটনা রাজ্যের লালমাটির প্রত্যন্ত এলাকা পুরুলিয়ার রঘুনাথপুরে। আর নতুন চিকিৎসককে পেয়ে খুশি গ্রামবাসীরাও। আকাঙ্খা ভাস্কর পুরুলিয়ার রঘুনাথপুরে বদলি হয়ে এসেছেন মাস দেড়েক আগে।

মমতার রাজ্যে এসডিও যখন ডাক্তার! খুশি গ্রামবাসীরা

চেয়ারে বসে রোগী দেখছেন চিকিৎসক। সেটাইতো স্বাভাবিক। তবে এই চিকিৎসকের অন্য পরিচিতিও আছে। আকাঙ্খা ভাস্কর পুরুলিয়ার রঘুনাথপুরের এসডিও। চিকিৎসকের অনুপস্থিতিতে রঘুনাথপুরের সাঁতুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছেন তিনি।

ডাক্তারের রোগী দেখার খবরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসী। একসময়ে রোগীর সংখ্যা ৪০ ছাড়িয়ে যায়। তবুও সব রোগীকেই দেখলেন তিনি। সবার কথা শুনলেন মন দিয়ে। হঠাৎ বদল স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবায় খুশি গ্রামবাসীরা।

রঘুনাথপুরের এসডিও সংবাদ মাধ্যমকে তাঁর এই উদ্যোগ সম্পর্কে প্রতিক্রিয়াও জানিয়েছেন। তিনি বলেছেন, আইএএস-এর ট্রেনিং চলার সময়ে তিনি আশপাশের এলাকার রোগী দেখেছেন। তাই পুরুলিয়ার রঘুনাথপুরে কাজে যোগ দেওয়ার পর সেই ইচ্ছেটা ছিলই।

শনিবার সরকারি ছুটি থাকায় হাতেও সময় ছিল। তাই সেই সময়টাই সাধারণ মানুষগুলোর জন্য ব্যয় করলেন এই প্রশাসনিক আধিকারিক। পরবর্তী সময়ে সময় পেলে মহকুমার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে তিনি রোগী দেখবেন বলে জানিয়েছেন আকাঙ্খা ভাস্কর।

২০১৫ ব্যাচের এই আইএএস-এর কলকাতা যোগ রয়েছে আগে থেকেই। তিনি আরজি কর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন ।

English summary
Raghunathpur SDO Akankha Bhaskar is working as a Doctor in her Leisure time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X