বাংলায় লকডাউনের রবীন্দ্র জয়ন্তী কীভাবে পালিত হবে! সরকারের তরফে বড় নির্দেশ
আগের দিন থেকে মঞ্চ বাঁধা হয়। এক বার কালবৈশাখী যদি আগের দিন হয়েও যায়, কিম্বা দু পশলা বৃষ্টি, .. তারপর আরেকবার মঞ্চের খুঁটি ঠিক আছে কী না, তা দেখে নেন অনুষ্ঠানের উদ্যোক্তারা! রবীন্দ্রজয়ন্তীর আবহে এই চেনা ছবি দেখতেই অভ্যস্ত বাংলা। তবে করোনার মারণ দংশন সেই চেনা ছবিকে বাঙালির কাছ থেকে কেড়ে নিল ২০২০ সালে!

লকডাউনে রবি বন্দনা!
রবি ঠাকুরের জন্মদিনে বাংলা এক অদ্ভূত সূর্যোদয় দেখতে চলেছে। যা আগে কখনও দেখেনি এই রাজ্য। লকডাউনের বিধি যাতে কড়াভাবে রাজ্যে পালিত হয় তার বার্তা কেন্দ্র থেকে ইতিমধ্যেই চলে এসেছে। আর সেই মতো রবীন্দ্র জয়ন্তী পালন ঘিরে বেশ কিছু কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার।

আড়ম্বরে কমতি!
চারিদিকের পরিস্থিতি বিচার করে এবার লকডাউনের জেরে রাজ্য সরকার রবীন্দ্র জয়ন্তী পালনে আড়ম্বরে কমতির পথে হাঁটবে। এছাড়াও অযথা রাস্তায় জমায়েত এই দিনে করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যসরকারের অনুষ্ঠান
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে , ৮ মে বিকেল ৪ টেয়ে ক্যাথিড্রাল রোড এলাকায় রবীন্দ্রজয়ন্তী পালন করবে রাজ্য় সরকার। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে জমায়েত যাতে না হয় বেশি, তার আবেদন রাজ্যসরকারের তরফে করা হয়েছে। অনুষ্ঠানের জন্য কোনও মঞ্চ বাঁধা হবে না। কোনও গান বা নাতে আয়োজন হবে না। মুখ্যমন্ত্রী কেবল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। এমনই তথ্য জানিয়েছে রাজ্যসরকারী সূত্র।

'খুব খারাপ নজরদারি' তোপ কেন্দ্রের
করোনার পরিস্থিতি মোকাবিলায় মমতা সরকারকে দুষে কার্যত একের পর এক তোপ দেগেছে কেন্দ্র। অমিত শাহের দফতরের পাঠানো চিঠিতে সাফ বলা হয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের 'খুব খারাপ নজরদারি' চলছে। এছাড়াও রোগা শনাক্তকরণ ও টেস্টিং ও খুব খারাপ পর্যায়ে হচ্ছে।

রবীন্দ্র জয়ন্তী ২০২০: 'কাবাব নোসি' থেকে নিমের সরবত! রবি ঠাকুরের প্রিয় খাবারের তালিকা একনজরে