For Daily Alerts
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে কম্বল ও খাবার বিতরণ
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে আইএমএর রাজ্য শাখার সহকারী অর্থসচিব ডাঃ বিবর্তন সাহার উদ্যোগে ও সোচ্চার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় কম্বল ও খাবার তুলে দেওয়া হল উত্তর ২৪ পরগনার বারাসাত স্টেশনের প্রায় শতাধিক অসহায় মানুষের হাতে।

ছিলেন সোচ্চারের কর্ণধার অমিত মজুমদার, সুমিত্রা রায় সহ বিশিষ্টজনেরা। এদিনের কর্মসূচির পর ডাঃ বিবর্তন সাহা জানান, শীত কালে ঠান্ডার মধ্যে স্টেশনের প্লাটফর্মে পরে থাকা অসহায় মানুষের কথা চিন্তা করেই তাদের এই উদ্যোগ। আগামী দিনেও মানুষের অসহায়তা দেখে তাদের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি, তরুণ প্রজন্মকেও নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।