For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুশাসনে ঘাটতি-দলে তৃণমূলের চর অভিযোগের মধ্যে নাড্ডার সফর! বুথ সভাপতির হিসেব মেলাতে জেরবার রাজ্য বিজেপি

অনুশাসনে ঘাটতি-তৃণমূলের চর অভিযোগের মধ্যে নাড্ডার সফর! বুথ সভাপতির হিসেব মেলাতে জেরবার রাজ্য বিজেপি

Google Oneindia Bengali News

দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ৮ জুনের সফরে তিনি রাজ্যে বিজেপির বুথ ভিত্তিক রিপোর্ট নেবেন। যা নিয়েই জেরবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) মতো রাজ্য বিজেপির নেতারা, এমনটাই খবর সূত্রের। কারণ অনেক ক্ষেত্রেই নাকি বিজেপির বুথ সভাপতির অস্তিত্বই নেই।

তালিকা দিতে হবে নাড্ডাকে

তালিকা দিতে হবে নাড্ডাকে

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৮ জুন দুদিনের বাংলা সফরে আসছেন। সেই সময় তাঁর হাতে বিজেপির সক্রিয় ও নিষ্ক্রিয় বুথের তালিকা দিতে হবে। কিন্তু বিজেপির বুথ সভাপতিদের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের অনেকেইগত বিধানসভা নির্বাচনের পর থেকে বসে গিয়েছেন কিংবা পার্টি অফিস মুখো হচ্ছেন না। এছাড়াও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি নিয়ে তাঁরা যুতসই যুক্তি তুলে ধরতে পারছেন না সাধারণ মানুষের সামনে।

বুথ সভাপতিরা ভুতুড়ে

বুথ সভাপতিরা ভুতুড়ে

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছেন, বুথ সভাপতি কথা বলা হলেও, আসলে তাঁরা ভুতুড়ে। বাস্তবে অনেকেরই অস্তিত্ব নেই। ওই নেতার আরও দাবি পুরো তালিকাই ঘরে বসে তৈরি করা। এছাড়া যাঁরা এখন বুথ সভাপতিআছেন, তাঁদের অনেকেই আগের মতো সক্রিয় নন। এছাড়াও গত বিধানসভা নির্বাচনের পর থেকে দলবদলে বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। নেতা এমন কী কর্মীরাও একে অপরকে বিশ্বাসকরতে পারছেন না।

দলে অনুশাসনের ঘাটতি, রয়েছে তৃণমূলের চর

দলে অনুশাসনের ঘাটতি, রয়েছে তৃণমূলের চর

কল্যাণী এইমসে বিজেপি নেতাদের আত্মীয় পরিজনরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারই মধ্যে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন দলে অনুশাসনের ঘাটতি রয়েছে। দলে তৃণমূলের চর রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সেই পরিস্থিতি বিজেপির সর্বভারতীয় সভাপতি এই অবিশ্বাস কতটা কাটাতে পারেন তা নিয়ে প্রশ্ন রয়েছে বিজেপির নেতা-কর্মীদের মধ্যে। এছাড়াও বিধানসভা নির্বাচনের পরে আর সামনের বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে বিজেপির নেতারা তৃণমূলে যোগ
দিচ্ছেন, তা কোন জাদুতে ঠেকাবেন সভাপতি নাড্ডা তারও অপেক্ষায় বিজেপির নেতা কর্মীরা।

কজনের হদিশ মিলবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে দলেই

কজনের হদিশ মিলবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে দলেই

বীরভূমের নানুরের সর্পলেহনার আপবাঁধা পঞ্চায়েত এলাকার মতো ঘটনা ঘটেছে অনেক। যেখানে তৃণমূলের থেকে জয় ছিনিয়ে আনা বিজেপির বুথ সভাপতি সাম্প্রতিক সময়ে শাসক শিবিরে যোগ দিয়েছেন। অভিযোগ জয়ের পর থেকেবিজেপির ওপর তলার নেতারা যোগাযোগ রাখেননি। এছাড়াও রাজ্যের ৭৮ হাজার বুথের মধ্যে অনেকেরই নম্বরে পাওয়া যাচ্ছেন না বলে খবর। ফলে ৮ জুনের আগে ঠিক কতজন বুথ সভাপতির হদিশ মিলবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছেদলের অন্দরমহলে।

ভোট লুঠ করতে এলে ঝাঁটা-কুড়ুল হাতে তুলে নিন, পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা সুকান্তরভোট লুঠ করতে এলে ঝাঁটা-কুড়ুল হাতে তুলে নিন, পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা সুকান্তর

English summary
Question arises before BJP President JP Nadda's visit as how many booth president are there in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X