For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী মদন!

Google Oneindia Bengali News

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : জেলের ভিতরে অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করছেন বলে আগেই অভিযোগ উঠেছিল সারদাকাণ্ডে গ্রেফতার হওয়া মন্ত্রী মদন মিত্রের বিরুদ্ধে। এখন অবশ্য 'মদ ম্যানিয়া' নিয়ে মাতামাতি শুরু হয়েছে। জেলের মধ্যে বাড়ি থেকে আনা জলে মিশিয়ে মদ মন্ত্রীকে সরবরাহ করা হয় বলে একটি ইংরাজি খবরের কাগজে প্রকাশ হতেই রই রই পড়ে যায়। আর তাতে বেশ বেকাদায় পড়েছেন মদন। শনিবার তা তো আরও স্পষ্ট হয়ে গেল।

আরও পড়ুন : মদন মিত্র জেলে যাবেন সে ভবিষ্যদ্বাণী হয়েছিল ২০ বছর আগেই!

আরও পড়ুন : সারদা-কাণ্ডে গ্রেফতার পরিবহণ মন্ত্রী মদন মিত্র

আরও পড়ুন : সারদা কাণ্ড : 'বিক্ষিপ্ত স্মৃতিভ্রংশ'-এ ভুগছেন মদন মিত্র

আরও পড়ুন : জেলে বই পড়ে আর কীর্তন শুনে সময় কাটাচ্ছেন মদন

শনিবার রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই জেলে মদ সরবরাহ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন মদন মিত্র। সাংবাদিককে আক্রমণ করে বললেন, "তোমার কোম্পানিই তো সরবরাহ করে জান না। বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনদের বাড়ির বয়স্কদের জিজ্ঞাসা, তারা বলতে পারবেন।"

মদের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী মদন!

আসলে ইংরাজি ও সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একাবার মেডিক্যাল পরীক্ষার সময় ধরা পড়ে মন্ত্রীর রক্তে অ্যালকোহল রয়েছে। এর পর মন্ত্রীর থালা, বাটি, গ্লাস, বোতল সব পরীক্ষা করে জানা যায়, বোতলে জলের সঙ্গে মদ মিশিয়ে দেওয়া হত। এমনকী প্রতিবেদনে এও জানানো হয়েছিল যে, মন্ত্রী নিজেই জেলের ভিতরে মদ খাওয়ার প্রসঙ্গটি স্বীকার করে নিয়েছেন। এই খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে যায়। বিরোধীরা কটাক্ষ শুরু করে দেয় জেলখানা সুরিখানায় পরিণত হয়েছে।

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এর আগে যখন জেলের ভিতরে অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করছেন বলে আগেই অভিযোগ উঠেছিল তার জবাব তো বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছিলেন মদন। জানিয়েছিলেন, যারা অভিযোগ তুললেন সিবিআইকে নিয়ে জেলে এসে দেখে যান যদি অতিরিক্ত সুবিধা কিছুতে মনে হয়, তা কেটে দিয়ে যাবেন।

কিন্তু এবার আর তাঁর গলায় সেই আত্মবিশ্বাস শোনা গেল না কেন? তবে কী সত্যিই মদ নিয়ে বেকায়দায় পড়েছেন মদন মিত্র?

English summary
Question about supply of alcohol to jail triggar Madan mitra's anger switch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X