For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলপাইগুড়িতে পূর্ত দফতরের বাংলোয় বিধ্বংসী আগুন , মৃত ১

রবিবার সকালে জলপাইগুড়ির লাটাগুড়িতে পুর্ত দপ্তরের এক বাংলোতে আগুন লাগে। বিধ্বংসী ওই আগুনে মৃত্যু হয়েছে বছর সাঁইত্রিশের মৃতের নাম শুভদীপ দাস।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

রবিবার সকালে জলপাইগুড়ির লাটাগুড়িতে পুর্ত দপ্তরের এক বাংলোতে আগুন লাগে। বিধ্বংসী ওই আগুনে মৃত্যু হয়েছে বছর সাঁইত্রিশের মৃতের নাম শুভদীপ দাস। ওই আগুনে গুরুতর আহত হয়েছেন দিবাকর চক্রবর্তী নামে বাংলোতে আসা এক ব্যক্তি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলপাইগুড়িতে পূর্ত দফতরের বাংলোয় আগন , মৃত ১

আজ ভোরে বিধ্বংসী ওই আগুন লাগে লাটাগুড়ির পূর্ত দপ্তরের ওই বাংলোতেস্থানীয় সূত্রে জানা গেছে ওই সময় বাংলোতে শিলিগুড়ি থেকে আসেন শুভদীপ দাস ও দিবাকর চক্রবর্তী নামে দুই ব্যক্তি। জানা গিয়েছে ,দুইজনেই এই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন লাগার ঘটনাটি প্রথমে তারা বুঝে উঠতে পারেনি। কিন্তু পরে যখন তাঁরা বোঝেন ততক্ষনে অনেক দেড়ি হয়ে গেছে। আগুনের মধ্যে থেকে তাঁরা তখন আর বেরোতে পারেনি। এরপর স্থানীয় বাসিন্দারা এসে বাংলো থেকে বের করে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেন।

দুজনকেই তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শুভদীপ দাস কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা যদিও দিবাকর বাবুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে ওই দুই ব্যক্তির বাড়ি শিলিগুড়িতে। এদিন ভোরে হঠাৎই স্থানীয়রা আগুন দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় মালবাজার ও ময়নাগুড়ির দমকল কেন্দ্রে।

জলপাইগুড়িতে পূর্ত দফতরের বাংলোয় আগন , মৃত ১

দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।ভেতরেই আগুনে একজন জ্বলে মারা যায়।আর একজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন।তাকে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তারপর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিভাবে আগুন লাগল তা জানা যায় নি । দমকল সুত্রে জানা গেছে আগুন নেভানোর মত কোন ব্যবস্থাই এই বাংলোতে ছিল না। লাটাগুড়ির মত পর্যটনস্থলে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানায় আগুন লাগার পর অনেক চেষ্টার পরে বের হতে পারছিলেন না ওই দুইজন। পরে দমকল কর্মীও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ওই দুই ব্যক্তিকে বের করা হয়।

পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাংলোয় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না কেন সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে। মৃত দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। সাত সকালে আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় শুভদীপ দাসের বাড়ি শিলিগুড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তারা বুঝে উঠতেই পারছেন না কি ভাবে এই ঘটনা ঘটল। তবে এর পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে।

English summary
PWD office of Lataguri in West Bengal caught Fire,massive damage expected.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X