For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলবার রাস্তায় বেরনোর আগে জেনে নিন 'আগাম বিপদ'

মোদী সরকারের বিরুদ্ধে জনবিরোধী এবং দেশ বিরোধী নীতির অভিযোগ। দেশব্যাপী প্রতিবাদে সামিল বামপন্থী বিভিন্ন সংগঠন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতা-সহ সারা রাজ্যে জেল ভরো কর্মসূচি পালন করবে সংগঠনগুলি।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে জনবিরোধী এবং দেশ বিরোধী নীতির অভিযোগ। দেশব্যাপী প্রতিবাদে সামিল বামপন্থী বিভিন্ন সংগঠন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতা-সহ সারা রাজ্যে জেল ভরো কর্মসূচি পালন করবে সংগঠনগুলি। তবে কর্মসূচির জেরে বিপাকে পড়তে পারেন বহু সাধারণ মানুষ।

মঙ্গলবার রাস্তায় বেরনোর আগে জেনে নিন 'আগাম বিপদ'

নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী ও দেশবিরোধী নীতির প্রতিবাদে দেশের শ্রমিক শ্রেণী ও শিল্পভিত্তিক শ্রমিক-কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস জুড়ে দেশব্যাপী আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার ২০শে ফেব্রুয়ারি পশ্চিমবাংলার সমস্ত‍‌ জেলাতে আইন অমান্য ও জেলভরো কর্মসূচি হবে। রাজ্যের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাঙ্ক, বিমা, বিএসএনএল-সহ শিল্পভিত্তিক ফেডারেশনগুলি এবং ১২ই জুলাই কমিটি এই কর্মসূচিতে সামিল হবে। কলকাতায় রানি রাসমণি রোডে ওই দিন দুপুরে জমায়েত ও আইন অমান্য কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার রাস্তায় বেরনোর আগে জেনে নিন 'আগাম বিপদ'

কর্মসূচির দাবিগুলি

  • মূল্যবৃদ্ধি রোধ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও বিভিন্ন পণ্যদ্রব্যের ফাটকা ব্যবসা বন্ধ
  • বেকার সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ
  • শ্রমআইন সঠিকভাবে লাগু করতে হবে ও শ্রমআইন ভঙ্গকারী মালিকদের উপযুক্ত শাস্তি দিতে হবে সমস্ত শ্রমিকদের জন্য সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে
  • ন্যূনতম মজুরি ১৮,০০০ টাকা (মাসিক) দিতে হবে এবং তা দ্রব্যমূল্য বৃদ্ধির সূচকের সাথে যুক্ত করতে হবে প্রতিটি শ্রমজীবী মানুষের জন্য মাসিক পেনশন ন্যূনতম ৩,০০০ টাকা করতে হবে
  • স্থায়ী কাজে ঠিকা শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে এবং সমকাজে সম বেতন দিতে হবে
  • বোনাস এবং প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে মজুরি/বেতনের পরিমাণের ওপর সর্বোচ্চ সীমা ও যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা তুলে দিতে হবে
  • গ্র্যাচুইটি আইন সংশোধন করে গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি করতে হবে। শ্রমিক স্বার্থবিরোধী শ্রমআইন সংশোধন করা চলবে না
  • রেল, প্রতিরক্ষা এবং বিমা ক্ষেত্রে ‍‌(এফডিআই) বিদেশি পুঁজি‍‌ বিনিয়োগ বন্ধ করতে হবে
  • আবেদনের ৪৫ দিনের মধ্যে ইউনিয়নের রেজিস্ট্রেশন দিতে হবে
  • কেন্দ্রীয় সরকারকে আই এল ও কনভেনশনের ৮৭ ও ৯৮ নম্বর ধারাকে অনুমোদন দিতে হবে
  • রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শেয়ার বিক্রি করা চলবে না
  • রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সংস্থা, কয়লাখনি, বেঙ্গল কেমিক্যাল, অ্যালয় স্টিল, ব্রিজ অ্যান্ড রুফ, বার্ন স্ট্যান্ডার্ড ও সাঁতরাগাছি প্রেসের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি বেসরকারিকরণ করা চলবে না
English summary
Put in prison programme by left organisations on 20th February through out West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X