For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ মহাষ্টমী, সকাল থেকেই ভিড়ে ঠাসা রাস্তা, রাতে আরও বেশি জনপ্লাবনের আশঙ্কা

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ অক্টোবর : আজ মহাষ্টমী। তিথির গেরোয় পরে সাতসকালেই মণ্ডপে মণ্ডপে সারা হয়ে গিয়েছে পুষ্পাঞ্জলি। বেলুড় মঠে প্রথা মেনেই চলেছে কুমারী পুজো। এমনকী সারা হয়ে গিয়েছে সন্ধি পুজোও।

ফলে সারাদিনটা সকালের পর থেকেই ফ্রি হয়ে গিয়েছে আম বাঙালির। আর সেজন্যই গ্রাম থেকে শহর পুজো মণ্ডপগুলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে ভিড়।

আজ মহাষ্টমী, রাতে আরও বেশি জনপ্লাবনের আশঙ্কা

সপ্তমীতে কলকাতা সহ আশপাশের জেলার পুজোয় জনপ্লাবন দেখা গিয়েছিল। সকাল থেকে ঠাকুর দেখা তো ছিলই। কেউ কেউ একটু বেশি রাতে বেরিয়ে সারারাত ঘুরে বেড়িয়েছেন কলকাতার নামী পুজো মণ্ডপগুলিতে।

পুজো উদ্যোক্তা থেকে প্রশাসনের মতে, এবার যেহেতু পুজো কার্যত তিনদিনের, তাই আজ অষ্টমীতে আরও বেশি জনবিস্ফোরণ হতে পারে কলকাতার রাস্তায়। আর সেজন্য পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সকলেই আগাম সতর্ক রয়েছেন।

হাওয়া অফিসের তরফে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনার কথা বলা হয়নি। ফলে সারাদিন চুটিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাই কলকাতার রাস্তায় জনস্রোত দেখা যাবে বৈকি।

English summary
Puja organisers expecting to have big crowd on ashtami night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X