For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, উত্তাল শিলিগুড়ি

ফের কাটমানি ইস্যুতে বিক্ষোভ রাজ্যে। শিলিগুড়ি শহরের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে কাট মানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ এলাকার ব্যবসায়ীদের।

Google Oneindia Bengali News

ফের কাটমানি ইস্যুতে বিক্ষোভ রাজ্যে। শিলিগুড়ি শহরের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে কাট মানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ এলাকার ব্যবসায়ীদের। দোকান বন্ধ করে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, উত্তাল শিলিগুড়ি

অভিযোগ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি চাইতেন এই কাউন্সিলর। শুধু রাজ্য সরকারি প্রকল্প নয় কেন্দ্রীয় সরকারি প্রকল্পের জন্যও এলাকার বাসিন্দাদের কাছে কাটমানি চাওয়া হত। সমব্যাথী প্রকল্পের ২০০০ টাকা পাইয়ে দিতে ২০০ টাকা কাটমানি নিতেন তৃণমূল কংগ্রেস নেতারা। উজ্বলা প্রকল্পের জন্য ৫০০ থেকে ৬০০ টাকা কাটমানি নেওয়া হত।

শৌচাগার নির্মাণের ২০০০ টাকা পাইয়ে দিতে ৯০০ টাকা কাটমানি নেন তৃণমূল কংগ্রেস নেতারা। এমনকী ১০০ দিনের কাজের প্রকল্পেও ২০ থেকে ৪০ টাকা কাটমানি নেওয়া হয়। এমনই অভিযোগ রয়েছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে।

[আরও পড়ুন: ঘর পিছু কাটমানি ফেরতের দাবি! তৃণমূলের একাংশ মারামারিতে জড়াল অপর অংশের বিরুদ্ধে ][আরও পড়ুন: ঘর পিছু কাটমানি ফেরতের দাবি! তৃণমূলের একাংশ মারামারিতে জড়াল অপর অংশের বিরুদ্ধে ]

পুলিস ঘটনাস্থলে পৌঁছললে বিক্ষোভ আরও বাড়ে। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও কাটমানি ইস্যুতে বিক্ষোভ এই প্রথম নয় এর আগেও রাজ্যের একাধিক জায়গায় কাটমানি নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে।দলেন নেতাদের কাটমানি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই নিয়ে অভিযোগ জানাতে নবান্নে একটি হেল্পনাইন নম্বরও চালু করেন তিনি। গতকাল লোকসভায় কাটমানি ইস্যুতে উত্তাল হয়েছিল লোকসভা।

[আরও পড়ুন: ২১ লক্ষ টাকা কাটমানি ফেরতের লিখিত প্রতিশ্রুতি তৃণমূল নেতার, দায় চাপালেন দলনেত্রীর ঘাড়ে ][আরও পড়ুন: ২১ লক্ষ টাকা কাটমানি ফেরতের লিখিত প্রতিশ্রুতি তৃণমূল নেতার, দায় চাপালেন দলনেত্রীর ঘাড়ে ]

English summary
Protest in Siliguri against alleged ‘cut money’ taken by Trinamool leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X