For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেলফি তুলতে গিয়ে ছেলেকে নিয়ে খাদানে পড়লেন অধ্যাপক, তারপর যা ঘটল

সেলফির নেশায় হিতাহিত জ্ঞান হারালেন একজন অধ্যাপকও। খাদানের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে জীবন দিতে হল।

Google Oneindia Bengali News

এবার সেলফি কাড়ল অধ্যাপকের প্রাণ! ছেলেকে নিয়ে সেলফি তুলতে গিয়ে খাদানে পড়ে মৃত্যু হল অধ্যাপকের। মেয়ের কান্না শুনে স্থানীয়রা ছুটে এলেও শেষ রক্ষা হয়নি। কোনওমতে তলিয়ে যেতে থাকা ছেলেকে উদ্ধার করতে সমর্থ হন তাঁরা। কিন্তু অধ্যাপককে বাঁচাতে পারেননি। অধ্যাপকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দীপ ভট্টাচার্য। তিনি আইআইটি-র অধ্যাপক। খড়গপুর আইআইটি-র নোভাল আর্কিটেকচার ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন তিনি। খাদানের সামনে দাঁড়িয়ে ছেলেকে নিয়ে সেলফি তোলার সময় পা পিছলে আচমকাই খাদানে পড়ে যান দু-জনেই।

সেলফি তুলতে গিয়ে ছেলেকে নিয়ে খাদানে পড়লেন অধ্যাপক, তারপর যা ঘটল

এদিন ছেলে ও মেয়েকে নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছিলেন জয়দীপবাবু। খড়গপুরের গ্রামে পাথর খাদানের সামনে দাঁড়িয়ে তিনি নিজের মোবাইল থেকে সেলফি তুলতে যান। তখনই ঘটে বিপত্তি। পা পিছলে ছেলেকে নিয়ে জলে ভর্তি খাদানে পড়ে তলিয়ে যান।

তা দেখে চিৎকার করতে থাকেন জয়দীপবাবুর মেয়ে। সেই কান্না শুনেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা এসেই জয়দীপবাবুর ছেলেকে উদ্ধার করেন। কিন্তু জয়দীপবাবুকে উদ্ধার করতে পারেননি। শেষমেশ খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়দীপবাবুর দেহ উদ্ধার করে। এরপর জয়দীপবাবুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।

English summary
Professor is died to fall in a stone quarry at Kharagpur. He clicks selfi with his son to stand beside the stone quarry.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X