For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধ্যাপক কামড় বসালেন অন্য এক অধ্যাপকের হাতে! উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়

পড়ুয়াদের শিক্ষিত করার দায়িত্ব যাঁদের হাতে সেই অধ্যাপকদের বিবাদই এমন চরম পর্যায়ে পৌঁছে ছিল যে একজন অধ্যাপক কামড় বসিয়ে দেন অন্য অধ্যাপকের হাতে!

  • |
Google Oneindia Bengali News

বাংলার 'শিক্ষা'র আঙিনায় বেনজির কাণ্ড ঘটে গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের শিক্ষিত করার দায়িত্ব যাঁদের হাতে সেই অধ্যাপকদের বিবাদই এমন চরম পর্যায়ে পৌঁছে ছিল যে একজন অধ্যাপক কামড় বসিয়ে দেন অন্য অধ্যাপকের হাতে! বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনায় স্তম্ভিত শিক্ষকমহল।

অধ্যাপক কামড় বসালেন আরও এক অধ্যাপকের হাতে! উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়

ঘটনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের । সেখানে বচসা শুরু হয় দুই বর্তমান ও প্রাক্তন বিভাগীয় প্রধানের মধ্যে। একদিকে প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক তন্ময় দাশগুপ্ত অন্যদিকে ছিলেন বর্তমান বিভাগীয় প্রধান অদ্যাপক গৌতম মিত্র। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে শুক্রবার দুই প্রধানের তর্ক শুরু হয়। সেই তর্ক বচসার রূপ নিলে , অধ্যাপক গৌতম মিত্র, তন্ময় দাশগুপ্তের দিকে তেড়ে যান, তাঁকে চড় থাপ্পড় মারেন, এরপরই তন্ময় দাশগুপ্তের হাতে গৌতম মিত্র কামড়ে দেন বলে অভিযোগ।

ঘটনার পরই তন্ময় দাশগুপ্তকে ভর্তি করা হয় হাসপাতালে। গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ দায়ের করে বিবৃতি দেন তন্ময় দাশগুপ্ত। অভিযোগ পেয়েই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য ৩ জনের কমিটি গঠিত হয়েছে। আগামী ৫ দিনের মাথায় সেই কমিটি রিপোর্ট পেশ করবে ।

English summary
Professor bites student at Bardwan University of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X