For Quick Alerts
For Daily Alerts
হলদিয়া পেট্রোকেমে ন্যাপথা ইউনিটে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত
শুক্রবার হলদিয়া পেট্রাকেম এর ন্যাপথা ইউনিটে আগুন লাগার ঘটনার পর নিরাপত্তার কথা ভেবে সেখানে এখন উৎপাদন বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সকাল এগারোটা নাগাদ আগুন লাগে ন্যাপথা ইউনিটের পাইপে।

পাইপলাইনে বিস্কোরণ ঘটায় এই আগুন লাগে। প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাতে আহত হয়েছেন তেরোজন। এদের মধ্যে ছজনের আঘাত গুরুতর। তারা কলকাতায় চিকিৎসাধীন।
যে জায়গায় বিস্কোরণ হয় ও আগুন লাগে, রাতেও সেই স্থানে আগুন দেখা যায়। তারপর শনিবার এই কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই ইউনিটে এখন উৎপাদন বন্ধ রাখা হবে। পুরো জায়গার নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখার পর আবার উৎপাদন শুরু করা হবে।