For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যসভার প্রার্থী হবেন বাংলা থেকে! নাকি এবার ইয়েচুরি, জল্পনায় ঋতব্রতর নামও

প্রিয়াঙ্কা প্রার্থী হতে পারেন বাংলা থেকে! নাকি এবার ইয়েচুরি, জল্পনায় ঋতব্রতর নামও

  • |
Google Oneindia Bengali News

এবার কি বাংলা থেকে প্রার্থী হবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রাজনৈতিক মহলে জোর জল্পনা প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বাংলা থেকে। কিংবা প্রার্থী হতে পারেন সিপিএমের সীতারাম ইয়েচুরিও। এখন এই দুই নাম নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে। একইসঙ্গে এবার তৃণমূলের অন্দরে জোর জল্পনা ঋতব্রতকে নিয়ে।

বাংলার ৫ নিয়ে আলোচনা তুঙ্গে

বাংলার ৫ নিয়ে আলোচনা তুঙ্গে

রাজ্যসভায় ৫৫টি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষমা হয়ে গিয়েছে। ২৬ মার্চ অনুষ্ঠিত হবে সেই নির্বাচন। ১৭টি রাজ্যের ৫৫টি আসনে ভোটের মধ্যে বাংলার পাঁচটি আসন নিয়ে সবথেকে বেশি চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বাংলা থেকে এবার কারা যাবেন রাজ্যসভায়। তা নিয়ে আলোচনা চলছে জোর।

মেয়াদ শেষ হচ্ছে কাদের

মেয়াদ শেষ হচ্ছে কাদের

আগামী ২ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে বাংলার পাঁচ সাংসদের। তাঁদের মধ্যে রয়েছেন যোগেন চৌধুরী, কেডি সিং, মণীশ গুপ্ত, আহমেদ হাসান ইমরান ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথম চারজন তৃণমূল সাংসদ, শেষোক্ত জন সিপিএম সাংসদ ছিলেন, এখন নির্দল। তৃণমূলের চারজনের মধ্যে পুনরায় সাসংদ নির্বাচিত করা হবে না সম্ভবত কাউকেই।

ঋতব্রতকে নিয়ে জল্পনা

ঋতব্রতকে নিয়ে জল্পনা

বাংলায় যে পাঁচটি পদ খালি হচ্ছে, তার মধ্যে চারটি আসনেই জেতার সম্ভাবনা তণমূলের। একটি আসনে বাম-কংগ্রেস সম্মিলিত হয়ে জিততে পারে। এই অবস্থায় বামফ্রন্ট পুনরায় ঋতব্রতকে প্রার্থী করবে না। কারণ তিনি নির্বাসিত। ঋতব্রত আবার তৃণমূলে যোগ না দিলেও তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে গিয়েছেন ইতিমধ্যে।

চর্চায় এগিয়ে প্রিয়াঙ্কা

চর্চায় এগিয়ে প্রিয়াঙ্কা

সুতরাং তৃণমূল থেকে যদি ঋতব্রতকে প্রার্থী করা হয়, তা অবিশ্বাস্য হবে না। তার নাম নিয়ে চর্চাও হচ্ছে। তবে সবথেকে বেশি চর্চা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর নাম নিয়ে। তাঁকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন দেবে সিপিএম।

আলোচনায় আছেন ইয়েচুরিও

আলোচনায় আছেন ইয়েচুরিও

আবার এর আগে সীতারাম ইয়েচুরির নাম শোনা যাচ্ছিল। তিনি কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী হিসেবে রাজ্যসভায় যেতে পারেন। তাঁর মতো বাগ্মীকে আগেরবারই চেয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু সিপিএম বেঁকে বসায় সেবার সম্ভব হয়নি। এবার ইয়েচুরির নাম সিপিএম প্রস্তাব করায় সায় ছিল কংগ্রেসের। এখন দেখার কে যান বাংলা থেকে রাজ্যসভায়- প্রিয়াঙ্কা নাকি ইয়েচুরি!

তৃণমূলের সাংসদদের সম্ভবনা ক্ষীণ

তৃণমূলের সাংসদদের সম্ভবনা ক্ষীণ

তৃণমূলের সাংসদরা এবারও টিকিট পাবেন এমন সম্ভাবনা প্রায় নেই। অ্যালকেমিস্ট কর্তা কেডি সিংয়ের সঙ্গে তৃণমূলের এখন আদায়-কাঁচকলায় সম্পর্ক। অন্য তিনজনেরও যাওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে, ক্ষীণতর। তৃণমূল নতুন কাউকে পাঠাতে পারে রাজ্যসভায়। তাঁরা কারা এখন তা নিয়েই জল্পনা চলছে।

নমস্তে ট্রাম্প: সিএএ নিয়ে সরাসরি মন্তব্যে নারাজ , তবে মোদীর সুশাসনের প্রশংসায় ট্রাম্পনমস্তে ট্রাম্প: সিএএ নিয়ে সরাসরি মন্তব্যে নারাজ , তবে মোদীর সুশাসনের প্রশংসায় ট্রাম্প

English summary
Priyanka Gandhi can elected from West Bengal as a Rajya Sabha MP. Sitaram Yechuri and Ritabrata’s name also in discussion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X