For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ বেসরকারি হাসপাতালে মিলবে প্রাপ্তবয়স্কদের টিকা! কোভিশিল্ড নিয়ে সিরামের মন্তব্যে প্রশ্ন

৩ বেসরকারি হাসপাতালে মিলবে প্রাপ্তবয়স্কদের টিকা! কোভিশিল্ড নিয়ে সিরামের মন্তব্যে প্রশ্ন

Google Oneindia Bengali News

দেশে তথা বিদেশের সব থেকে বড় টিকা (vaccine) প্রস্তুত কারক সংস্থা হল সিরাম ইনস্টিটিউট (Serum Institute)। এবারই অ্যাস্ট্রাজেনিকা-অক্সফোর্ডের টিকা কোভিশিল্ড (covishield) তৈরি করছে ভারতে। তারা সরকারি ও বেসরকারি ক্ষেত্রের জন্য দামও নির্ধারণও করে দিয়েছে। তবে বেসরকারি হাসপাতালগুলি যে এখনই তা পাচ্ছে না, তা সিরামের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি।

 রাজ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকা এখনই নয়

রাজ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকা এখনই নয়

কেন্দ্র সরকার জানিয়েছিল ১ মে থেকে সারা দেশে ১৮ বছরের ঊর্ধ্বে থাকাদের জন্য ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু সারা দেশে প্রতিদিন যা চাহিদা, তার সঙ্গে টিকা উৎপাদনের বিস্তর ফারাক রয়েছে। তাই অন্য কয়েকটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আপাতত ১৮ বছরের ঊর্ধ্বে থাকাদের টিকাকরণের কাজ শুরু করা হচ্ছে না। রাজ্যের বহু মানুষ টিকাকরণের জন্য নথিভুক্ত করলেও, টিকা নেওয়ার জন্য তারা কোনও সময় বুক করতে পারছেন না। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনার পর্যাপ্ত টিকা এলেই ১৮ থেকে ৪৪ বছরের জন্য টিকাকরণের কাজ শুরু করা হবে।

টিকাকরণ চলবে বাকিদের

টিকাকরণ চলবে বাকিদের

টিকা যতটা পাওয়া যাবে তা দিয়েই স্বাস্থ্যকর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং ৪৫ বছরের ঊর্ধ্বে মানুষদের টিকাকরণের কাজ চালিয়ে যাোয়া হবে। এক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়াদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ভিন রাজ্যে বেসরকারি হাসপাতালে টিকা

ভিন রাজ্যে বেসরকারি হাসপাতালে টিকা

এই রাজ্যে অ্যাপোলো, ফর্টিসে ১৮-৪৪ বছর বসয়ীদের জন্য টিকা পাওয়া না গেলেও, দেশের অন্য রাজ্যে থাকা শাখাগুলিকে টিকাকরণের কাজ চালিয়ে যাওয়া হবে। অ্যাপোলোর তরফে কলকাতা শাখার ব্যাপারে কিছু না জানানো হলেও, সারা দেশের ২৪ টি শহরের ৭০ টি হাসপাতাল থেকে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ফর্টিস তাদের উত্তরভারতের শাখাগুলি থেকে টিকা দেবে। অন্যদিকে ম্যাক্স আপাতত দিল্লি ও দিল্লি লাগোয়া অঞ্চলে টিকা দেবে।

বাংলায় আংশিক লকডাউন! আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল নবান্নবাংলায় আংশিক লকডাউন! আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল নবান্ন

 বেসরকারি হাসপাতালগুলির দাবি

বেসরকারি হাসপাতালগুলির দাবি

এদিন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যসচিব সৌমিত্র মোহন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, বেসরকারি হাসপাতালগুলিতে কত টিকা লাগবে, তা তাদের জানাতে হবে। তবে তা জানানো যাবে এইসব হাসাপাতালে টিকার দৈনিক চাহিদার ওপরে। বর্তমান নিয়ম অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলি বেসরকারি সংস্থার থেকেই টিকা কিনতে পারে। কোনও অসুবিধা দেখা গেলে সরকার তা নিয়ে মধ্যস্থতা করতে পারে। এদিনের বৈঠকে বেসরকারি হাসপাতালগুলি জানিয়েছে, সিরাম ইনস্টিটিউট নাকি জানিয়েছে, জুলাইয়ের আগে তাদের পক্ষে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়।

English summary
Private hospitals will not get covishield before July, says Serum Institute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X