For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারের ইতিবাচক সাড়া! বৃহস্পতিবার থেকে রাস্তায় বেসরকারি বাস

সরকারের ইতিবাচক সাড়া! বৃহস্পতিবার থেকে রাস্তায় বেসরকারি বাস

  • |
Google Oneindia Bengali News

সরকারের কাছ থেকে বাস ভাড়া বাড়ানো নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। এমনটাই জানিয়েছেন বাস মালিক সংগঠনের নেতারা। সেই কারণে বৃহস্পতিবার থেকে রাস্তায় নামানো হচ্ছে বেসরকারি বাস। তাঁরা জানিয়েছেন, আস্তে আস্তে সব বাসই রাস্তায় নামবে। প্রাথমিকভাবে পুরনো ভাড়াতেই বাস চালানো শুরু করা হচ্ছে।

সরকারের ইতিবাচক সাড়ায় ইতিবাচক পদক্ষেপ

সরকারের ইতিবাচক সাড়ায় ইতিবাচক পদক্ষেপ

বাস মালিকদের বিভিন্ন সংগঠন জানিয়েছে, সরকারের কাছে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তাতে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। রেগুলেটরি কমিটি ভাড়া বৃদ্ধির বিষয়টি দেখছে। তাই যতদিন ভাড়া বৃদ্ধি না হচ্ছে ততদিন পুরনো ভাড়াতেই বাস রাস্তায় নামবে বলে জানিয়েছেন মালিকরা।

যাত্রী হয়রানির কথা ভেবেই রাস্তায়

যাত্রী হয়রানির কথা ভেবেই রাস্তায়

লকডাউন ওঠার পর থেকে যতসংখ্যক মানুষ রাস্তায় নেমেছেন, সেই সংখ্যায় যানবাহনের অভাব। ফলে সাধারণ মানুষ পড়েছে মুশকিলে। সরকার যেমন বেশি সংখ্যায় সরকারি বাস রাস্তায় নামানোর কথা জানিয়েছে, তেমনি বেসরকারি বাসের মালিকদের কাছে অনুরোধ করেছে, যাত্রী হয়রানি কথা ভেবে বাস চালানো শুরু করুন।

সরকারের কাছে বাস মালিকদের দাবি

সরকারের কাছে বাস মালিকদের দাবি

সরকারের কাছে বাসমালিকদের দাবি বেসরকারি বাসের ক্ষেত্রে বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা। পরবর্তী ধাপগুলি হবে ১৫ ও ২০ টাকা। অন্যদিকে মিনিবাসে উঠলেই দিতে হবে ১২ টাকা করে।

বুধবার রাস্তায় নেমেছে বেসরকারি কোভিড স্পেশাল

বুধবার রাস্তায় নেমেছে বেসরকারি কোভিড স্পেশাল

তবে বুধবার বেশ কিছু বেসরকারি বাস রাস্তায় নেমেছে। বাসের সামনে লেখা রয়েছে কোভিড স্পেশাল ফেয়ার। ৭ টাকার ভাড়ার জায়গায় নেওয়া হচ্ছে ১০ টাকা। ৯ টারা পরিবর্তে নেওয়া হচ্ছে ১৫ টাকা। অন্যদিকে ১০ ও ১১ টাকার ভাড়ায় জায়গায় নেওয়া হয়েছে ২০ টাকা করে।

জল নিকাশির দাবিতে রাজ‍্য সড়ক অবরোধ বাসিন্দাদেরজল নিকাশির দাবিতে রাজ‍্য সড়ক অবরোধ বাসিন্দাদের

English summary
Private Buses will be on road from thursday 4 June after Coronavirus Lockdown Over. Private bus operators said they will run the buses with old fare primarily.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X