For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংশোধনাগারের রড খুলে রক্ষী পেটাল বন্দিরা, মালদহ জেল অগ্নিগর্ভ বন্দি-তাণ্ডবে

সংশোধনাগারের রড খুলে কারারক্ষীদের বেধড়ক পেটাল বিচারাধীন বন্দিরা। একদল বন্দি একযোগে চড়াও হল ৮ কারারক্ষীর উপর।

Google Oneindia Bengali News

সংশোধনাগারের রড খুলে কারারক্ষীদের বেধড়ক পেটাল বিচারাধীন বন্দিরা। একদল বন্দি একযোগে চড়াও হল ৮ কারারক্ষীর উপর। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদহ জেলা সংশোধনাগারে। বন্দিদের এলোপাথাড়ি প্রহারে গুরুতর জখম হয়ে কারারক্ষীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

সংশোধনাগারের রড খুলে রক্ষী পেটাল বন্দিরা

এদিন বেলা ১২টা নাগাদ সমস্ত বিচারাধীন বন্দিদের সেলে ঢোকার নির্দেশ দিয়েছিলেন কারারক্ষীরা। কিন্তু বন্দিরা সেলে ঢুকতে অস্বীকার করে। বাধ্য হয়েই কারারক্ষীরা বন্দিদের জোর করে সেলে ঢোকানোর চেষ্টা করে। তখনই রণক্ষেত্রের চেহারা নেয় সংশোধনাগার। বন্দিরা পাল্টা হামলা চালায় আট কারা রক্ষীর উপর।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই বকুল শেখ উজ্জ্ল, হুক্কা ভল্ট-সহ একাধির কুখ্যাত দুষ্কৃতীরা জেলের ভিতরে দলবাজি করছে। দুই দলের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটছিল। মারামারি বন্ধ করার জন্য গিয়েও আক্রান্ত হতে হয়েছে কারারক্ষীদের।

এবার ২০-২৫ জন বন্দি কারারক্ষীদের উপর চড়়াও হল একযোগে। এর ফলে সংশোধনাগারে নিরাপত্তার অভাব বোধ করছেন রক্ষীরা। তার পাশাপাশি প্রশ্ন উঠে পড়েছে বন্দিরা রড কোথা থেকে পেল? তাহলে কি এই হামলা পূর্ব পরিকল্পিত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বন্দিদের মধ্যেও। বন্দিদের হেফাজত থেকে লাঠি রড, ইট বাজেয়াপ্ত করা হয়েছে। আহত কারারক্ষীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

English summary
Prisoners of Malda jail attack on security forces. Security forces are seriously injured.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X