For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্যাক্সি চালিয়ে হাসপাতাল! মন কি বাত-এ মোদীর মুখে নাম রাজ্যের যুবকের

তাঁর কাজ ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর মন। ৪২ তম মন কি বাত-এ কুর্ণিশ জানালেন এই ব্যক্তিকে। তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সইদুল লস্কর। নিজের কাজ চার-চাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে হাসপাতাল তৈরির কাজ করছেন।

  • |
Google Oneindia Bengali News

তাঁর কাজ ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর মন। ৪২ তম মন কি বাত-এ কুর্ণিশ জানালেন এই ব্যক্তিকে। তিনি হলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সইদুল লস্কর। নিজের কাজ চার-চাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে হাসপাতাল তৈরির কাজে হাত লাগিয়েছেন তিনি। এই কাজে খুশি প্রধানমন্ত্রী মন কি বাত-এ উল্লেখ করেছেন সইদুল লস্করের নাম। প্রধানমন্ত্রীর ভাষণে নিজের নাম থাকায় খুশি সইদুল চাইছেন, তাঁর উদ্যোগের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ট্যাক্সি চালিয়ে হাসপাতাল! মন কি বাত-এ মোদীর মুখে নাম রাজ্যের যুবকের

মন কি বাত-এর ভাষণে প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন সইদুল লস্করের পরিচয়। কলকাতার ট্যাক্সিচালক সইদুল লস্কর। সময় মতো চিকিৎসা পরিষেবা না মেলায় বছর ১৩ আগে মৃত্যু হয়েছিল সইদুলের বোন মারুফা খাতুনের। বোনের স্মৃতিতে বারুইপুরের কাছে পুঁড়িতে তৈরি করছেন হাসপাতাল। নাম মারুফা মেমোরিয়াল হাসপাতাল।

সইদুল লস্কর জানিয়েছেন তাঁর বোনের কথা। ২০০৪-এ বোন মারুফার হৃদযন্ত্রে জল জমেছিল। বোনকে নিয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করেও ফল মেলেনি। উপযুক্ত পরিষেবার অভাবে মৃত্যু হয়েছিল মারুফার।

বোনের মতো যাতে অন্য কারও অবস্থা না হয়, সেই জন্য হাসপাতাল তৈরির পরিকল্পনা করেছিলেন সইদুল। চাঁদা তুলে কাজ শুরু হয়। এর সঙ্গে ছিল নিজের উপার্জনের টাকাও। পুঁড়িতে ৪০ কাঠা জমিতে ৩০ বেডের হাসপাতাল তৈরি হয়ে গিয়েছে। সইদুলের আশা, বিষয়টি প্রধানমন্ত্রী কানে পৌঁছনোয় তিনিও এই কাজে পাশে দাঁড়াবেন। সরকার পাশে থাকলে আরও বেশি মানুষকে পরিষেবা দেওয়া যাবে বলে মনে করছেন সইদুল। এপ্রিলের মধ্যে মারুফা মেমোরিয়াল হাসপাতাল-এ বহির্বিভাগের পরিষেবা দেওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছেন সইদুল। অষ্টম শ্রেণি পাশ সইদুল এই সমাজসেবায় পাশে পেয়েছেন স্ত্রী শামিমাকে।

রাজ্যের সইদুল লস্করের সঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন কানপুরের অজিতমোহন চৌধুরীর কথা। শহরের বিভিন্ন ফুটপাথ ঘুরে এই চিকিৎসক দুঃস্থদেদর সেবা করে চলেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী অসমের করিমগঞ্জের রিক্সাচালক আহমেদ আলির নামও উল্লেখ করেছেন। যিনি নিজের চেষ্টায় একটি স্কুল গড়ে তুলেছেন।

English summary
Prime Minister Narendra Modi mentions Baruipur's Saidul Laskar's name in his Maan Ki Baat speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X