For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সফরে বিজেপির একমাত্র নেতার কাঁধে হাত মোদীর! জেনে নিন বিস্তারিত

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভাল নজরে দলের নেতা মুকুল রায়। তাঁকে একদিকে যখন সভাপতি অমিত শাহ পছন্দ করেন, অন্যদিকে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভাল নজরে দলের নেতা মুকুল রায়। তাঁকে একদিকে যখন সভাপতি অমিত শাহ পছন্দ করেন, অন্যদিকে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

রাজ্য সফরে বিজেপির একমাত্র নেতার কাঁধে হাত মোদীর! জেনে নিন বিস্তারিত

শান্তিনিকেতনে অনুষ্ঠান শেষে রাজ্য বিজেপির এক প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। সেখানে তারা পঞ্চায়েত নির্বাচনে অশান্তি নিয়ে অভিযোগ জানান। এই সময় প্রতিনিধিদলের থাকা সবার সঙ্গেই কথা বলেন মোদী। তবে মাত্র একজনের কাঁধে হাত দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তিনি হলেন মুকুল রায়। পাশে থাকলেও, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলেন নরেন্দ্র মোদী।

তবে প্রতিনিধিদলের মধ্যে শুধুমাত্র মুকুল রায়ের কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রীর সখা বলার ছবিটা অনেকের কাছেই পরিষ্কার। বছরের পর বছর ধরে রাজ্যের বিজেপি নেতারা চেষ্টা করে গেলেও যে কাজটি তাঁরা পারেননি, সেই কাজটি এবার করে দেখিয়েছেন মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায়ের এই কাজে খুশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

তৃণমূলের বিরুদ্ধে লড়াই এক তৃণমূলমূলীকেই দরকার ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। যিনি তৃণমূলের অন্দরমহলের খবর জানেন। এবং বামশাসনের সময় বিরোধী রাজনীতিতে ছিলেন এমন একজনকে প্রয়োজন ছিল। ২০১৭-র নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এরপর মুকুল রায়ের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল পঞ্চায়েত নির্বাচন। চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছেও। বিজেপির অন্দরমহলের সূত্র অনুযায়ী, পঞ্চায়েতে দলের বৃদ্ধিতে খুশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে যেভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এমন কী উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কাছে পর্যন্ত মুকুল রায় পৌঁছে দিয়েছেন তাতে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজ্য বিজেপি সূত্রে খবর, নরেন্দ্র মোদী, অমিত শাহের কাছের লোক হয়ে উঠেছেন মুকুল রায়। রাজ্যের অনেক বিজেপি নেতাই যখন-তখন দেখা করতে পারেন না শীর্ষস্থানীয় এইসব নেতাদের সঙ্গে। কিন্তু মুকুল রায় তা পারেন। আর সেইজন্যই বিশ্বাস ও ভরসার হাত মুকুল রায়ের কাঁধে।

English summary
Prime Minister Narendra Modi keep his hand on Mukul Roy's shoulder in Shantiniketan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X