For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Primary TET: কোথাও বায়োমেট্রিক না হওয়া, কোথাও ভুয়ো অভিযোগ! সুষ্ঠুভাবে হয়েছে টেট, দাবি পর্ষদ সভাপতির

বিক্ষিপ্ত বেশ কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে প্রাইমারি টেট। রাজ্য জুড়ে স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে ৫ বছর পরে টেট হল। কোথাও আসন ভুল, কোথাও পরীক্ষার্থীদের ঢুকতে না দেওয়া আবার কোথাও পরী

  • |
Google Oneindia Bengali News

বিক্ষিপ্ত বেশ কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে প্রাইমারি টেট। রাজ্য জুড়ে স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে ৫ বছর পরে টেট হল। কোথাও আসন ভুল, কোথাও পরীক্ষার্থীদের ঢুকতে না দেওয়া আবার কোথাও পরীক্ষার্থীদের বায়োমেট্রিক না হওয়ার অভিযোগে পরীক্ষার্থীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন।

সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে টেট, দাবি পর্ষদের

সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে টেট, দাবি পর্ষদের

টেট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এদিন পরীক্ষা শেষ হওয়ার পরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এদিন তিনি পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যান। পরীক্ষা কেন্দ্র গুলিতে কোথাও কোনও অভিযোগ উঠেছে কিনা, তাো জানতে চান তিনি। পর্ষদ সভাপতি এই পরীক্ষায় ব্যবস্থা পনার জন্য প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে আরও ভাল ভাবে পরীক্ষা পরিচালনা করার আশ্বাসও তিনি দিয়েছেন। তাঁর বলার জন্যই কেউ পরীক্ষায় বিঘ্ন ঘটানোর সাহস পায়নি বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত গৌতম পাল শনিবার বলেছিলেন, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এব্যাপারে তারা প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলবেন।

 পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগে বিশৃঙ্খলা

পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগে বিশৃঙ্খলা

দুপুরে যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগে বিশৃঙ্খলা ছড়ায়। বিধাননগরের একটি পরীক্ষা কেন্দ্রেও এই একই অভিযোগ ওঠে। খড়দার এক পরীক্ষার্থীর স্কুলের ঠিকানায় লেখা ছিল আমতলা। ফলে তিনি আমতলায় গেলে, সেখান থেকে বলা হয় স্কুল খড়দহেই। রুচিতা গুহঠাকুরতা নামে ওই পরীক্ষারাথী খড়দহের কল্যাণনগর বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে শুরু করলেও তখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আধঘন্টায় কি পরীক্ষা দেওয়া যায়, এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরীক্ষা কেন্দ্রের ভুল ঠিকানা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্যদের হেনস্থার শিকার বলেও অভিযোগ করেন ওই পরীক্ষার্থী।

 পরীক্ষা শেষের পরেও হয়নি বায়োমেট্রিক

পরীক্ষা শেষের পরেও হয়নি বায়োমেট্রিক

এদিন পরীক্ষার পরে বায়োমেট্রিক নিয়ে সমস্যা দেখা দেয় যোধপুর পার্তের তীর্থপতি ইনস্টিটিউশনে। বায়োমেট্রিক ছাড়াই পরীক্ষা নেওয়ার অভিযোগে, সেখানে পরীক্ষার্থীদের একাংশ বিক্ষোভে সামিল হয়েছিলেন। পরীক্ষার শুরুতে কয়েকজনের বায়োমেট্রিক করা হলেও, অনেকেরই তা হয়নি। পরীক্ষা শেষের পরে তাঁদের বলা হয় কাগজে সই করে চলে যেতে। সেই সময় পরীক্ষার্থীরা দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন।

প্রশ্ন ফাঁসের খবর নেই, পরীক্ষার শুরুতে বলেছিলেন শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের খবর নেই, পরীক্ষার শুরুতে বলেছিলেন শিক্ষামন্ত্রী

এদিন পরীক্ষা শুরুর পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রশ্নফাঁসের কোনও খবর নেই। পরীক্ষা নির্বিঘ্নেই হচ্ছে বলে দাবি করেন তিনি। বিরোধীদের একাংশ পরীক্ষা বানচাল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, গত ছয়ামস ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাই দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। তিনি পরীক্ষা পরিচালনার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tripura Election 2023: 'গোষ্ঠীদ্বন্দ্ব' নিয়ে ক্ষোভ প্রকাশ শাহ-নাড্ডার! ত্রিপুরায় নির্বাচনে বিজেপির ৩০ কমিটিTripura Election 2023: 'গোষ্ঠীদ্বন্দ্ব' নিয়ে ক্ষোভ প্রকাশ শাহ-নাড্ডার! ত্রিপুরায় নির্বাচনে বিজেপির ৩০ কমিটি

English summary
Primary TET has been completed fairly, claims board president Gautam Pal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X