For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৪-২০১৭ সালে টেট উত্তীর্ণদের এই বছরেই চাকরি দেওয়ার চেষ্টা! দুর্নীতির মধ্যেও বড় ঘোষণা

২০১৪-২০১৭ সালে টেট উত্তীর্ণদের এই বছরেই চাকরি দেওয়ার চেষ্টা! দুর্নীতির মধ্যেও বড় ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি নিয়ে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের। বিতর্কের মধ্যেই আজ সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে গৌতমবাবু জানান, নিয়োগ শুরু হতে চলেছে। আর এজন্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। শুধু তাই নয়, টেট উত্তীর্নদের জন্যেও নতুন রাস্তা খুলে যাচ্ছে বলে জানানো হয়েছে।

ফের আবেদন করতে পারবেন

ফের আবেদন করতে পারবেন

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি তথ্য জানিয়েছেন। বলেন, ২০১৪ কিংবা ২০১৭ সালে যাঁরা টেট পাশ করে ছিলেন তাঁরা ফের আবেদন করতে পারবেন। এই বছর সবাইকেই চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। এই বিষয়ে আলাদা আলাদা ভাবে আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও এদিন দাবি করেন তিনি। এমনকি বেশ কিছু নাম অন্তর্ভূক্ত হয়নি তবে প্যানেলে রয়েছে এমন প্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন গৌতমবাবু।

টেটে পাশ করা থাকলেই আবেদন করা যাবে।

টেটে পাশ করা থাকলেই আবেদন করা যাবে।

গৌতম পাল আরও বলেন, আন্দোলনকারীরা একটা সুযোগ চেয়েছেন। আর সেই বিষয়টি মাথায় রেখেই তাঁর দাবি, যে বছরেই টেট পাশ করুক আন্দোলনকারীরা। এবার আবেদন করার কথা বলেন পর্ষদ চেয়ারম্যান। আর তা করার পরেই নিয়োগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। গৌতম পালের কথায়, ২০১৬ সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী টেটে পাশ করা থাকলেই আবেদন করা যাবে। এমনকি এনসিইটি-এর নিয়োগ মোতাবেক বিএড করা থাকলেও আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। এই সুযোগ নেওয়ার কথা বলা হয়েছে।

১১ ডিসেম্বর প্রাথমিক টেট

১১ ডিসেম্বর প্রাথমিক টেট

বলে রাখা প্রয়োজন, ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হতে চলেছে। আর তা নিতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মহালয়ার পরের দিনেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পর্ষদের তরফে। আর তা প্রকাশ করে বুঝিয়ে দেওয়া হয় রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সচেষ্ট। রেজিস্ট্রেশন করা যাবে লক্ষ্মীপুজোর পর থেকেই। অর্থাৎ তা শুরু হতে চলেছে আগামী ২১ অক্টোবর থেকে। ইতিমধ্যে এই সংক্রান্ত সমস্ত প্রক্রিয়াই শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, পর্ষদের তরফে জানানো হয়েছে, পোর্টালের মাধ্যমে করা যাবে টেটর আবেদন। শুধু তাই নয়, এই পোর্টালের মাধ্যমে আবেদনের পাশাপাশি অ্যাডমিট কার্ডও তোলা যাবে।

হাইকোর্টেও ধাক্কা খেল ইডি, অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজহাইকোর্টেও ধাক্কা খেল ইডি, অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ

English summary
Primary board announces TET candidates will get job in this year amid recruitment scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X