For Quick Alerts
For Daily Alerts
আরতি করতে করতেই মৃত্যু পুরোহিতের! ভিডিওতে দেখুন
জগদ্ধাত্রী পুজোর আরতি করতে করতেই মৃত্যু হল পুরোহিতের। মর্মান্তিক ঘটনাটি শনিবার দুপুরের। কৃষ্ণনগরের কালীনগর এলাকার বলে জানা গিয়েছে। মৃত পুরোহিতের নাম পরেশ ভট্টাচার্য। পরবর্তী সময়ে অন্য এক পুরোহিত জোগার করে পুজোর কাজ সামাল দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর।

প্রত্যেক বছরের মতো এবছরেও জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছিল কৃষ্ণনগরের কালীনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যবারের মতো নেচেই নবমীর আরতি শুরু করেন ওই পুরোহিত।
ভিডিওতে দেখা যাচ্ছে নাচতে নাচতে হঠাৎই মাটিতে পড়ে যান পরেশ ভট্টাচার্য নামে ওই পুরোহিত। পুজোর কর্তারা সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। যদিও সেখানে ওই পুরোহিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।