For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষ্যে তৎপরতা রাজ্যে! শীঘ্রই মিলতে পারে পুরোহিত ভাতা, সমীক্ষায় সাহায্য পিকের টিমের

২০২১-এর লক্ষ্যে তৎপরতা! শীঘ্রই মিলতে পারে পুরোহিত ভাতা, সমীক্ষায় সাহায্য পিকের টিমের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ক্ষমতায় আসার পরেই ইমাম-মোয়াজ্জিনদের ভাতা দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। যা নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক। প্রশ্ন উঠেছিল তাহলে কেন পুরোহিতদের ভাতা নয়। তবে তা আর প্রচারে তুলতে দিতে রাজি নয় পিকের টিম। পুরোহিতদের ভাতা দেওয়ার বন্দোবস্ত করতে সমীক্ষা শুরু করে দিয়েছে পিকের টিম। সূত্রের খবর এমনটাই।

 রাজ্যে ক্ষমতায় আসার পরেই ইমাম ভাতা মমতার

রাজ্যে ক্ষমতায় আসার পরেই ইমাম ভাতা মমতার

রাজ্যে ক্ষমতায় আসার পরেই ইমাম, মোয়াজ্জিনদের জন্য ভাতা দেওয়ার ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরবর্তী সময়ে এই ভাতা বাড়ানোর দাবি করা হয়েছে।

পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির

পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির

তবে ইমাম ভাতা নিয়ে শুরু থেকেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলছিল বিজেপি। সরকারি কোষাগার থেকে এই ভাতা দেওয়ার বিরোধিতা করেছিল তারা।

ভাতার দাবি পুরোহিতদের সংগঠনের

ভাতার দাবি পুরোহিতদের সংগঠনের

অন্যদিকে ভাতার দাবিতে সরব হয়েছে পুরোহিতরাও। ইতিমধ্যেই পুরোহিতরা ভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সেই কর্মসূচিতে ছিল তৃণমূলের প্রতিনিধিও। কেন্দ্রীয় কর্মসূচিতে দাবি করা হয়েছে রাজ্যে প্রবীণ পুরোহিতের সংখ্যাটা প্রায় ৩০ হাজার। এছাড়াও এই পেশায় প্রায় ৩ লক্ষ ৩২ হাজার মানুষ যুক্ত রয়েছেন।

 এক আসনে যুদ্ধ জয়ে ১৩ দলীয় পর্যবেক্ষক! ২০২১-এর আগে আরেক ভোটে পিকের পরিকল্পনা</a><a href=" title=" এক আসনে যুদ্ধ জয়ে ১৩ দলীয় পর্যবেক্ষক! ২০২১-এর আগে আরেক ভোটে পিকের পরিকল্পনা" /> এক আসনে যুদ্ধ জয়ে ১৩ দলীয় পর্যবেক্ষক! ২০২১-এর আগে আরেক ভোটে পিকের পরিকল্পনা

{quiz_339}

English summary
Priest can get allowance before 2021 assembly election as survey starts by PK's team IPAC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X