For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোয় এ বারও মিরাটীতে, পরম্পরা ধরে রাখলেন প্রণব

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

প্রণব
সিউড়ি, ১ অক্টোবর: ফি বছর আসেন। এ বারও দুর্গা পুজো উপলক্ষে মিরাটী গ্রামের বাড়িতে উপস্থিত হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। যতই ব্যস্ততা থাক, আগামী তিনদিন তিনি শুধুই মেতে থাকবেন পুজো নিয়ে।

মহাষষ্ঠীর দিনই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পৌঁছে গিয়েছেন গ্রামের পৈতৃক বাড়িতে। প্রথমে দিল্লি থেকে বিমানে দমদম। সেখান থেকে হেলিকপ্টার ধরে কীর্ণাহারের ফুটবল গ্রাউন্ড। সেখান থেকে আবার কনভয় নিয়ে পৌঁছেছেন মিরাটীতে। যতক্ষণ রাস্তায় ছিলেন, রাষ্ট্রপতির গম্ভীর ভাবমূর্তি বজায় রেখেছেন প্রণববাবু। কিন্তু গ্রামের বাড়িতে পৌঁছতেই খসে গেল গাম্ভীর্য। তখন শুধুই প্রাণখোলা হাসি আর সবার কুশল জিজ্ঞাসা।

প্রণববাবু ব্যক্তিগত জীবনে খুবই নিষ্ঠাবান ব্রাহ্মণ। সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন। কিন্তু গ্রামের বাড়িতে দুর্গা পুজোয় উপস্থিত থেকেছেন প্রতি বছর। এ বছর তার ব্যতিক্রম হয়নি।

তিনি নিজে মন্ত্র পড়ে দুর্গা পুজো করেন। পুজোর চারদিন ভাত খান না। আমিষ তো নয়ই। নারকেল নাড়ু, মোয়া, মিষ্টি, ফল এ সব খেয়ে থাকেন। এ বারও তার ব্যতিক্রম হবে না। দশমীর দিন সকালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Grtgs on auspicious occasion of Durga Puja. Let us rise above all man made divides&spread peace,happiness and prosperity.<a href="https://twitter.com/hashtag/PresidentMukherjee?src=hash">#PresidentMukherjee</a></p>— President of India (@RashtrapatiBhvn) <a href="https://twitter.com/RashtrapatiBhvn/status/517210370415423488">October 1, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
President Pranab Mukherjee attends Durga Puja in his ancestral village as usual
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X