For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলা পরিষদে কোন দলের কত আসন, ভোট শতাংশে কে দেবে টেক্কা, সমীক্ষায় চমক

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামাম বেজে গিয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়ন। এরই মাঝে সমীক্ষকদের সমীক্ষা রিপোর্টে এবার থাকছে দারুন চমক।

Google Oneindia Bengali News

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামাম বেজে গিয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়ন। এরই মাঝে সমীক্ষকদের সমীক্ষা রিপোর্টে এবার থাকছে দারুন চমক। সমীক্ষার আভাস অনুযায়ী এবার পঞ্চায়েতে উত্থান হচ্ছে বিজেপির। তৃণমূল বিপুল জয় পেলেও অন্য বিরোধীদের সরিয়ে রাজ্যে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে পদ্ম শিবিরই।

জেলা পরিষদে কোন দলের কত আসন, ভোট শতাংশে কে দেবে টেক্কা, সমীক্ষায় চমক

[আরও পড়ুন:পদ্মের একটি পাপড়িও ফুটবে না বাংলায়, মনোনয়ন পর্ব শেষে দিলীপ ঘোষদের বার্তা পার্থর][আরও পড়ুন:পদ্মের একটি পাপড়িও ফুটবে না বাংলায়, মনোনয়ন পর্ব শেষে দিলীপ ঘোষদের বার্তা পার্থর]

এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার জেলা পরিষদে ৫৩২টি আসন দখল করবে তৃণমূল কংগ্রেস। মোট ৮২৫টি আসনের মধ্যে সিংহভাগ আসন যাচ্ছে তৃণমূলের দখলে। সেখানে বিজেপি পাচ্ছে ১৪৪টি আসন। আর বামফ্রন্ট, কংগ্রেস ও অন্যান্যরা পেতে পারে যথাক্রমে ৯০, ৪৯ ও ১০টি আসন।

এই নিরিখে সবথেকে চাঞ্চল্যকর ফল করছে বিজেপি। কারণ ২০১৩ সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল ৫৩১টি আসনে। এবার মাত্র ১টি আসন বাড়াতে পারছে। আর বিজেপি সেখানে শূন্য থেকে বেড়ে ১৪৪টি। বামেরা ২১৩ থেকে কমে দাঁড়াচ্ছে ৯০-এ আর কংগ্রেস ৭৭ থেকে কমে হতে পারে ৪৯। অন্যান্যরা এবার ৪ থেকে বেড়ে হবে ১০।

শুধু জেলা পরিষদের আসন সংখ্যাতেই নয়, এবার ভোট শতাংশে চাঞ্চল্যকর উত্থান ঘটছে বিজেপির। বিজেপি এবার ৩ শতাংশ থেকে ভোট বাড়িয়ে ২৪ শতাংশে পৌঁছে যেতে পারে। আর তৃণমূল সেথানে ভোট শতাংশে ৪২ থেকে নেমে যেতে পারে ৩৫ শতাংশে। আর সবথেকে তাৎপর্যপূর্ণ হল অন্যান্য অর্থাৎ নির্দল প্রার্থীদের দিকে যাচ্ছে এবার ২০ শতাংশ ভোট। রাজনৈতিক মহল মনে করছে এই ভোটের অধিকাংশই তৃণমূলের।

[আরও পড়ুন: পর্যবেক্ষক নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত, অপর্যাপ্ত বাহিনীতেও পঞ্চায়েতে বিপাকে কমিশন ][আরও পড়ুন: পর্যবেক্ষক নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত, অপর্যাপ্ত বাহিনীতেও পঞ্চায়েতে বিপাকে কমিশন ]

English summary
Pre pole survey indicates who are the gainer in Panchayat election of West Bengal. BJP rises in this election and cpm-congress can go to back foot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X