For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর আগে মাস্টারস্ট্রোক পিকের! নয়া পরিকল্পনায় তৃণমূলে পরিবর্তনের বাদ্যি

২০১৯-এ মুখ থুবড়ে পড়ার পর প্রশান্ত কিশোরকে দলের প্রচার পরিকল্পনার দায়িত্ব দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।

Google Oneindia Bengali News

২০১৯-এ মুখ থুবড়ে পড়ার পর প্রশান্ত কিশোরকে দলের প্রচার পরিকল্পনার দায়িত্ব দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।। সেই প্রশান্ত কিশোর যখন দলের দুর্নীতি দমনের চেষ্টায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন, তখন তা সর্বসম্মতভাবে মান্যতা দেয়নি দল। কিন্তু শেষে পিকের দাওয়াই মেনে তৃণমূলের রদবদল হচ্ছে।

স্বচ্ছ নেতাদের সামনের সারিতে আনতে রদবদল

স্বচ্ছ নেতাদের সামনের সারিতে আনতে রদবদল

২০২১-এর আগে তৃণমূল স্বচ্ছ নেতাদের সামনের সারিতে আনতে চলেছে। পিকের কথা শুনেই দুর্নীতিতে নাম জড়ানো নেতাদের ব্যাকফুটে পাঠানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এখন এই প্রবণতা শুরু হয়েছে। তৃণমূলের শুরু হয়েছে বিরাট শুদ্ধিকরণ প্রক্রিয়া। স্বচ্ছ মুখদের সামনে রেখেই ২০২১-এর লড়াই করতে চাইছে বিজেপি।

রদবদল পিকের টিম রিপোর্ট দেওয়ার পরই

রদবদল পিকের টিম রিপোর্ট দেওয়ার পরই

সম্প্রতি বহু জায়গায় অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি বদল করা হচ্ছে তৃণমূলের। সর্বক্ষেত্রেই দুর্নীতিতে নাম জড়ানো নেতাদের সরিয়ে দেওয়া হচ্ছে। পিকের টিম খোঁজখবর নিয়ে রিপোর্ট দেওয়ার পরই দলের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। স্বচ্ছ মুখদের সামনে রেখে লড়াইয়ের ঘূঁটি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর।

পদ হারানো নেতারা সরব হচ্ছেন, বিপদ বাড়ছে

পদ হারানো নেতারা সরব হচ্ছেন, বিপদ বাড়ছে

আবার এই ঘটনার বিপরীত প্রতিক্রিয়াও পড়ছে। তৃণমূলের অন্দরেই বাসা বাঁধছে ক্ষোভ। পদ হারানো নেতারা সরব হচ্ছেন। দলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। তাঁরা একজোট হয়ে বড়সড় পদক্ষেপ নিতে পারেন। তাঁরা যদি দল ছাড়েন ২০২১-এর আগে নতুন করে বিপদে পড়তে পারে তৃণমূল কংগ্রেস।

যাঁরা ব্যাকফুটে ছিলেন, তাঁরা সামনেই সারিতে

যাঁরা ব্যাকফুটে ছিলেন, তাঁরা সামনেই সারিতে

প্রশান্ত কিশোরের টিম জেলায় জেলায় ঘুরে সমীক্ষা করেছে। সেই সমীক্ষার রিপোর্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে দিয়েছেন পিকে। তারপরই জেলাজুড়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলস্বরূপ এতদিন যাঁরা ব্যাকফুটে ছিলেন, তাঁরা সামনেই সারিতে চলে আসছেন।

স্বচ্ছ ভাবমূ্র্তির নেতাদের দায়িত্বে আনছে তৃণমূল

স্বচ্ছ ভাবমূ্র্তির নেতাদের দায়িত্বে আনছে তৃণমূল

বিজেপি দুর্নীতিকে হাতিয়ার করতে চাইছে বলেই তৃণমূল রদলবদল করে স্বচ্ছ ভাবমূ্র্তির নেতাদের দায়িত্বে আনছে। কিন্তু তা এনেই কি সমস্যার সমধান হবে। প্রথমত দলের অন্দরে ক্ষোভ বাড়ছে। দ্বিতীয়ত স্বচ্ছতার পাশাপাশি সাহসী নেতাদের নেতৃত্বে রাখাও এখন জরুরি। কেননা বিজেপিকে রুখতে গেলে সাহসও দরকার।

বিজেপির কোনও 'মুখ’ নেই! তৃণমূল ভেঙে একুশের প্রার্থী খুঁজতে তাই বাজাচ্ছে সকলকেইবিজেপির কোনও 'মুখ’ নেই! তৃণমূল ভেঙে একুশের প্রার্থী খুঁজতে তাই বাজাচ্ছে সকলকেই

English summary
Prashsnt Kishor gives masterstroke to bring change in TMC before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X