For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য শিলিগুড়ি পুরসভা, বিজেপিকে রুখতে হাইটেক জনসংযোগই অস্ত্র তৃণমূলী পিকে-র

‘দিদিকে বলো’ কর্মসূচির পর এবার আলাদা করে তৃণমূল টার্গেট করেছে শিলিগুড়ি পুরসভাকে। শিলিগুড়ি পুরসভায় বিস্তার লাভে নজর দিয়েছেন খোদ ‘পিকে’।

  • |
Google Oneindia Bengali News

'দিদিকে বলো' কর্মসূচির পর এবার আলাদা করে তৃণমূল টার্গেট করেছে শিলিগুড়ি পুরসভাকে। শিলিগুড়ি পুরসভায় বিস্তার লাভে নজর দিয়েছেন খোদ 'পিকে'। প্রশান্ত কিশোরের টোটকা অনুযায়ী কাজ করছেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব। তাঁকে 'দিদিকে বলো' কর্মসূচিতে জোর দেওয়ার পাশাপাশি শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড ভিজিট করতে বলা হয়েছে।

লক্ষ্য শিলিগুড়ি পুরসভা, বিজেপিকে রুখতে হাইটেক জনসংযোগই অস্ত্র তৃণমূলী পিকে-র

এই কর্মসূচিতে বলা হয়েছে, দলের পাঁচজন কর্মীর বাড়িতে ঘরোয়া সভা করতে হবে। একজনের বাড়িতে রাতে থাকতে হবে। স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে অভাব-অভিযোগ, সমস্যার কথা শুনতে হবে, সমাধান করে দিতে হবে সেইসব সমস্যার। মানুষের পাশে থাকার বার্তা পৌঁছে দিতে হবে বাড়িতে বাড়িতে।

শিলিগুড়ি পুরসভায় ৩৫ ও ৪০ নম্বর ওয়ার্ডকে বেছে নেওয়া জনসংযোগ কর্মসূচির জন্য। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত এই দুটি ওয়ার্ডে বিশেষ জনসংযোগ কর্মসূচি নিয়ে গৌতম দেব বলেন, আমরা বছরভর কর্মসূচিতে থাকি, মানুষের পাশে থাকি। এবার সেই প্রক্রিয়াকেই আরও পরিমার্জিত করে পালন করছি আমরা। তার ফল মিলবেই।

[আরও পড়ুন:তৃণমূল বিধায়করা 'নজরবন্দি'! পান থেকে চুন খসলেই আসছে ফোন, জাল বিছিয়েছেন 'পিকে'][আরও পড়ুন:তৃণমূল বিধায়করা 'নজরবন্দি'! পান থেকে চুন খসলেই আসছে ফোন, জাল বিছিয়েছেন 'পিকে']

উল্লেখ্য, এই পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ড তৃণমূলের দখলে। কংগ্রেসের চারটি ও বিজেপির দখলে দুটি। বাকি ২২টি ওয়ার্ড বামেদের দখলে রয়েছে। আগামী বছর শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদে ভোট। তার আগে বিজেপি কোমর বেঁধেছে পুরসভা দখলে। তৃণমূলও তাই বসে না থেকে হাইটেক জনসংযোগ শুরু করে দিল।

English summary
Prashant Kishore targets Siliguri Municipal Corporation and starts high-tech public relation. Goutam Dev is taken charge of Siliguri’s campaigning by PK,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X